২০২৪-এর প্রথম থেকেই বিনোদন দুনিয়ায় এসেছে একের পর এক মৃত্যুর খবর। ১ ডিসেম্বর রবিবার, হায়দরাবাদে (Hyderabad) নিজের বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে কন্নড় সিনেমা ও টেলিভিশন অভিনেত্রী শোবিতা শিবন্নার দেহ। তাঁর বয়স হয়েছিল মাত্র ৩০ বছর। পুলিশের তরফে খবর, শোবিতা শিবন্নার দেহ এদিন ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয়। প্রাথমিক ভাবে আত্মহত্যা বলেই মনে করা হচ্ছে।
আরও পড়ুন-ভাঙড় প্রেস ক্লাবের সম্প্রীতি উৎসব
এদিন অভিনেত্রীর দেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য গান্ধী হাসপাতালে পাঠানো হয়। যদিও মৃত্যুর পিছনে সঠিক কারণ এখনও স্পষ্ট নয়। ঘটনায় অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করা হয়েছে। পারিপার্শিক প্রমাণের ভিত্তিতেই তদন্ত শুরু করেছে স্থানীয় পুলিশ। গাছিবাউলি থানার পুলিশ আধিকারিক এই মর্মে জানিয়েছেন, তেলেঙ্গানার রাঙ্গারেড্ডির বাসিন্দা কন্নড় অভিনেত্রী শোবিতা শিবন্নাকে কোন্ডাপুরে তাঁর নিজের ফ্ল্যাটে মৃত অবস্থায় পাওয়া গেছে। প্রাথমিকভাবে তিনি গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন সন্দেহ করা হচ্ছে।
আরও পড়ুন-বাংলায় এবার শিল্পে সমৃদ্ধি বাংলায় এবার কর্মবৃদ্ধি
প্রসঙ্গত, শোবিতা বেশ কয়েকটি জনপ্রিয় ছবিতে কাজ করেছিলেন যেমন ‘এটিএম: অ্যাটেম্পট টু মার্ডার’, ‘ইরাডোন্ডলা মুরু’,‘ওন্ধ কাথে হেলা’ ইত্যাদি। ‘গালিপাতা’, ‘কোগিলে’, ‘মঙ্গলা গৌরী’, ‘ব্রহ্মগন্তু’, ‘কৃষ্ণা রুক্মিণী’র মতো বেশ কয়েকটি টিভি সিরিয়ালে অভিনয় করছিলেন। হঠাৎ এমন সিদ্ধান্ত নেওয়ার কারণ যদিও এখনও সেভাবে জানা যায় নি তবে মনে করা হচ্ছে কাজের ক্ষেত্রেই কোন সমস্যা হয়ে থাকতে পারে। সবদিক বিচার করেই তদন্তে নেমেছে পুলিশ।