পুলিশ আবাসনের ঘর থেকে উদ্ধার ট্রাফিক সার্জেন্টের ঝুলন্ত দেহ

Must read

খোদ পুলিশ আবাসনের ঘর থেকে উদ্ধার হল এক ট্রাফিক সার্জেন্টের (traffic sergeant) ঝুলন্ত দেহ। শুক্রবার কাশীপুরের কাছে পুলিশের সেকেন্ড ব্যাটেলিয়নের আবাসন থেকে সার্জেন্টের দেহ উদ্ধারকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা ছড়িয়েছে। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, আত্মঘাতী হয়েছেন তিনি। তবে কেন তিনি এভাবে চরম পথ বেছে নিলেন তা নিয়ে রহস্য দানা বেধেছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। কলকাতা পুলিশের ইস্ট ট্রাফিক গার্ডে কর্মরত ওই ট্রাফিক সার্জেন্টের (traffic sergeant) নাম সৌরভ দত্ত। সৌরভের স্ত্রী এবং এক সন্তানও রয়েছে। শুক্রবার সেকেন্ড ব্যাটেলিয়নের আবাসনের একটি ঘর থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। জানা গিয়েছে মৃত সৌরভ বেশ কিছুদিন ধরে মানসিক অবসাদে ভুগছিলেন। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একাধিক পোস্টে তাঁর হতাশাও প্রকাশ করেছিলেন সৌরভ। সেখান থেকেই পুলিশের অনুমান, মানসিক অবসাদ থেকেই আত্মহননের পথ বেছে নেন সৌরভ দত্ত। তবে এই রহস্য মৃত্যুর পিছনে আর অন্য কোনও কারণ আছে কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ।

আরও পড়ুন- মণিপুর হিংসা: CBI তদন্তের সমস্ত মামলার শুনানি গুয়াহাটি আদালতে! নির্দেশ সুপ্রিম কোর্টের

Latest article