প্রতিবেদন : ভারতের বিভিন্ন রাজ্যে বাংলাভাষীদের লাগাতার হেনস্থার ঘটনা এবার উঠে এল আন্তর্জাতিক সংবাদ প্রতিবেদনেও। দ্য নিউইয়র্ক টাইমস-এ ভারতের এই পরিস্থিতি বর্ণনা করে বলা হয়েছে, অভিবাসীদের আটক ও বিতাড়নের নামে দেশের সর্বত্র বাংলাভাষী মুসলিমদের টার্গেট করা হচ্ছে। ভাষা ও ধর্মের ভিত্তিতে এই আক্রমণ অভূতপূর্ব। জাতীয় সুরক্ষার ঝুঁকির নাম করে বিনা কারণে বিপুল সাধারণ মানুষকে হেনস্থার মুখে ফেলা হচ্ছে। ভাষা ও ধর্মভিত্তিক বিভাজন করে দেশ জুড়ে ভয়ের পরিবেশ তৈরি করা হচ্ছে।
আরও পড়ুন-দেশের রফতানির উপর বড় আঘাত ট্রাম্পের শুল্কনীতি, সরব তৃণমূল
বিজেপি শাসিত একাধিক রাজ্যের ঘটনা উল্লেখ করে নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, গরিব পরিযায়ী শ্রমিকদের টার্গেট করে এই ভয়ের বাতাবরণ তৈরি করছে রাষ্ট্রশক্তি। দিল্লির বস্তি এলাকা থেকে গুজরাত, অসম, হরিয়ানা, রাজস্থান, মহারাষ্ট্র-সহ মূলত বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাংলাদেশি সন্দেহে বিনা প্রমাণে বাংলাভাষীদের হেনস্থা চলছে। এই আক্রান্তদের অধিকাংশই পশ্চিমবঙ্গ থেকে আসা বাংলাভাষী মুসলিম। যারা দীর্ঘ কয়েক দশক ধরে এদেশে থাকেন এবং বাংলায় কথা বলেন। উপযুক্ত প্রমাণ ছাড়াই তাদের আটক করে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে। গত এপ্রিলে কাশ্মীরে সন্ত্রাসবাদী হামলার পর থেকে ভারতের মুসলিমদের বিরুদ্ধে পরিকল্পিত রাজনৈতিক প্রচার চলছে এবং ভাষার ভিত্তিতে তাদের দেশছাড়া করার চক্রান্ত হচ্ছে। ঠিক কত বাংলাভাষীকে এ-পর্যন্ত ভারত থেকে বাংলাদেশে পাঠানো হয়েছে, সেই সংখ্যা এখনও অস্পষ্ট। তবে বাংলাদেশের তরফে জানানো হয়েছে, মে থেকে জুলাই পর্যন্ত প্রায় ২০০০ জনকে বাংলাদেশে পুশব্যাক করা হয়েছে। রোহিঙ্গা অথবা বাংলাদেশি মুসলিম বলে দাগিয়ে দিয়ে বাংলাভাষীদের উপর আক্রমণ নামিয়ে আনা হয়েছে। গুজরাতে প্রায় সাড়ে ৬ হাজার, কাশ্মীরে ২ হাজার এবং রাজস্থানে প্রায় ২৫০ মানুষকে এই সময়ের মধ্যে আটক করা হয়েছে। রাজস্থানে মে মাসে বাংলাভাষীদের রাখার জন্য তিনটে আলাদা ডিটেনশন সেন্টার তৈরি করা হয়েছে। সব মিলিয়ে বাংলাভাষী পরিযায়ী শ্রমিকদের হেনস্থা ও বিতাড়ন করে দেশ জুড়ে এই ভয়ের পরিবেশ জিইয়ে রাখা হচ্ছে বলে দাবি আন্তর্জাতিক সংবাদপত্রের প্রতিবেদনে।
গ্রিনল্যান্ড (Greenland_Donald Trump) দখলে মরিয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার একধাপ এগিয়ে মঙ্গলবার ট্রাম্প তাঁর…
এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…
প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…
নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…
নয়ডা : ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে এখন নারী-নিরাপত্তার নামে যে কতবড় প্রহসন চলছে তা আরও…
দেশের সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতেই হত। এত সাধারণ মানুষের ভোগান্তি যেন সহ্যের সব…