সংবাদদাতা, আরামবাগ : অভিনব শিক্ষাদান, পড়ুয়াদের সঙ্গে সম্পর্ক এবং স্কুলে যাবতীয় সরকারি প্রকল্পের যথাযথ রূপায়ণ করার নিরিখে ঠিক হয় শিক্ষারত্ন পুরস্কার প্রাপকদের তালিকা। এবার এই তালিকায় জায়গা করে নিলেন আরামবাগ হাই স্কুলের প্রধান শিক্ষক বিকাশচন্দ্র রায়। আগামী ৫ সেপ্টেম্বর শিক্ষক দিবসের দিন বিশ্ববাংলা মেলা প্রাঙ্গণে শিক্ষারত্ন পুরস্কার নেবেন বিকাশবাবু। স্কুলের প্রধান শিক্ষকের পুরস্কার পাওয়ার খবর আসামাত্রই উদযাপন শুরু হয়ে গিয়েছে স্কুলে। উৎসবের আমেজে সেজে উঠেছে আরামবাগ হাই স্কুল। ইতিমধ্যেই মাস্টারমশাইকে সংবর্ধনা জানিয়েছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব।
আরও পড়ুন-কর্মবিরতির বিরুদ্ধে তৃণমূলের চিকিৎসক পুরপিতার প্রতিবাদ
উপস্থিত ছিলেন আরামবাগের প্রাক্তন চেয়ারম্যান স্বপন নন্দী, প্রাক্তন বিধায়ক তথা জেলা সহ-সভাপতি কৃষ্ণচন্দ্র সাঁতরা প্রাক্তন চেয়ারম্যান স্বপন নন্দী জানান, বিকাশবাবুর জন্য আরামবাগ গর্বিত। তাঁর সাফল্যে আমরা খুশি। ওঁর স্কুলের প্রত্যেকটা শিক্ষার্থী প্রতি বছরই মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকে ভাল নম্বর পেয়ে রাজ্যে ভাল স্থানে থাকে। যেভাবে শিক্ষার্থীদের ভাল শিক্ষাদান দিয়ে প্রত্যেকটা শিক্ষার্থীকে মানুষ করে যাচ্ছেন যাতে তাদের উজ্জল ভবিষ্যৎ হচ্ছে। বিকাশচন্দ্র রায় জানান, আমি আপ্লুত। সমস্তটাই আমার শিক্ষার্থীদের এবং আমার সহকর্মী শিক্ষকদের জন্য সম্ভব হয়েছে। তাদের জন্যই আজ এই পুরস্কার পেয়েছি।