নির্ধারিত থাকলেও প্রধান বিচারপতির ব্যস্ত থাকায় মঙ্গলবার সুপ্রিম কোর্টে হল না আর জি কর (R G Kar) মামলার শুনানি। এই শুনানি বুধবার সকালে প্রথম মামলা হিসেবে তালিকাভুক্ত করে শুনানি হবে বলে জানিয়েছেন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়। এদিন রাষ্ট্রপতি ভবনের একটি অনুষ্ঠানে সুপ্রিম কোর্টের সব বিচারপতি ব্যস্ত থাকবেন। সেই কারণেই পিছল শুনানি।
আর জি কর-কাণ্ডের (R G Kar) সিবিআই তদন্তের তত্ত্বাবধান মামলায় ১৫ অক্টোবর শুনানিতে সুপ্রিম কোর্ট ৫ নভেম্বর ৩টের সময় শুনানির নির্দেশ দেয়। সেই মতো এদিন ২১ নম্বর মামলা হিসেবে এটি তালিকাভুক্ত হয়। সাড়ে ৩টে নাগাদ প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে মামলা ওঠার কথা ছিল। কিন্তু এদিন সকাল থেকে প্রধান বিচারপতির বেঞ্চে উত্তরপ্রদেশে মাদ্রাসা, বিচারপতিদের বেতন ও পেনশন নিয়েও শুনানি হয়। বিচারপতিদের বেতন ও পেনশন সংক্রান্ত মামলার শুনানি দীর্ঘক্ষণ চলে। সাড়ে তিনটের পরে সলিসিটর জেনারেল তুষার মেহতা জানান, এখনও ২১ নম্বরে থাকা আর জি কর শুনানি বাকি রয়েছে। এদিন হয়ত আদালত তাড়াতাড়ি বন্ধ হয়ে যাবে, সেক্ষেত্রে যেন অন্য তারিখ দেওয়া হয়।
আরও পড়ুন- বিচারবিভাগ স্বাধীন মানেই সরকার বিরোধী, এমন ভাবার কারণ নেই: চন্দ্রচূড়
উত্তরে প্রধান বিচারপতি চন্দ্রচূড় জানান, আজ আদালত আগে উঠে যেতে পারে। মামলায় শুনানি করতে সময় লাগবে। কিন্তু আজ রাষ্ট্রপতিভবনে যেতে হবে তাঁকে। সেই কারণে বুধবার মামলার শুনানি করবেন তিনি। সকাল সাড়ে ১০টায় কোর্ট বসলে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে প্রথমে আর জি কর মামলার শুনানি হবে। তখনই তদন্ত নিয়ে স্টেটাস রিপোর্ট জমা দেবে CBI। হলফনামা জমা দেবে রাজ্যও।