যোগীরাজ্যে মিলল না শববাহী গাড়ি, মৃত ভাইয়ের দেহ নিয়ে বাড়ির পথে দাদা

ঘটনার কথা জানতে পেরে কালা কুমারের দাদা এবং বাবা হাসপাতালে যান। হাসপাতাল কর্তৃপক্ষ শিশুটির মৃত্যুর কথা জানায়।

Must read

প্রতিবেদন : ফের এক চরম অমানবিক ঘটনার সাক্ষী হল যোগী আদিত্যনাথের উত্তরপ্রদেশ। বিজেপির এই রামরাজ্যে প্রতিদিনই কোনও না কোনও রোমহর্ষক ঘটনা ঘটে চলে। শনিবার উত্তরপ্রদেশের বাগপতের জেলা হাসপাতালে মৃত্যু হয় বছর দুয়েকের এক শিশুর। কিন্তু দরিদ্র পরিবারের ওই শিশুর দেহ বাড়ি নিয়ে যাওয়ার জন্য মেলেনি কোনও শববাহী যান।

আরও পড়ুন-অবিবাহিত, সমকামী যুগলদের সম্পর্কও পরিবার হিসাবে গণ্য, সুপ্রিম কোর্টের মন্তব্য

তাই নিরুপায় ১০ বছরের দাদা মৃত দুই বছরের ভাইয়ের দেহ নিয়ে হাসপাতাল থেকে পায়ে হেঁটে বাড়ির পথে রওনা হয়। সোশ্যাল মিডিয়ায় এই মর্মন্তুদ দৃশ্য দেখে নেটিজেনদের চোখে জল এসেছে। তাঁরা হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক পদক্ষেপের আর্জি জানিয়েছেন। নেটিজেনদের দাবি, মুখ্যমন্ত্রী যোগী তাঁর রাজ্যের উন্নয়ন নিয়ে অহরহ ঢাক পেটান। এই ভাইরাল ভিডিও তাঁর সেই ঢাক ফাঁসিয়ে দিয়েছে। যোগীর নেতৃত্বাধীন উত্তরপ্রদেশে কী ধরনের উন্নয়ন হয়েছে এই ভিডিও তারই প্রমাণ।

আরও পড়ুন-সংরক্ষিত টিকিট বাতিল করলেও এবার জিএসটি

পুলিশ জানিয়েছে, কালা কুমার নামে ওই শিশুটি খিদে-তেষ্টার কারণে নাগাড়ে কাঁদেছিল। বিরক্ত হয়ে কালার সৎ মা সীতা তাকে চলন্ত গাড়ির সামনে ছুঁড়ে ফেলে। গাড়ির ধাক্কায় রীতিমতো জখম হয় শিশুটি। প্রত্যক্ষদর্শীর থেকে খবর পেয়ে পুলিশই শিশুটিকে হাসপাতালে ভর্তি করে। তবে কিছুক্ষণের মধ্যে শিশুটির মৃত্যু হয়।

আরও পড়ুন-সংখ্যালঘু শিল্পীরাই মায়ের কেশসজ্জার কারিগর

ঘটনার কথা জানতে পেরে কালা কুমারের দাদা এবং বাবা হাসপাতালে যান। হাসপাতাল কর্তৃপক্ষ শিশুটির মৃত্যুর কথা জানায়। মর্গ থেকে বাবা ও ১০ বছরের বড় ছেলে কালার দেহ বাইরে নিয়ে এসে শববাহী গাড়ির খোঁজ শুরু করে। কিন্তু যোগীরাজ্যের হাসপাতালে হতদরিদ্র একটি পরিবারের জন্যও মেলেনি কোনও গাড়ি। শেষ পর্যন্ত ভাইয়ের দেহ প্লাস্টিকে মুড়ে বাড়ির পথে রওনা দেয় দাদা। সে দুই হাতে ধরে রেখেছিল ভাইয়ের দেহ। সোশ্যাল মিডিয়ায় ওই দৃশ্য ভাইরাল হয়।

Latest article