প্রতিবেদন : লোকসভা নির্বাচনের প্রচারে ঝড় তুলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। নির্বাচনী জনসভা হোক বা পদযাত্রা, উপচে পড়ছে ভিড়। কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ির পরে শনিবার বালুরঘাটের তপন ও রায়গঞ্জের হেমতাবাদে সভা করেন দলনেত্রী। এদিন দু’টি সভাই ভাসল জনজোয়ারে।
প্রথম সভাটি শুরু হয় ১২টা নাগাদ তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্রের সমর্থনে। দ্বিতীয়টি হয় কৃষ্ণ কল্যাণীর সমর্থনে দেড়টা নাগাদ। তীব্র গরম এড়াতে জনসভার সময় এগিয়ে আনা হয়। কিন্তু তাপমাত্রার পারদকেও ছাপিয়ে গেল তৃণমূল সুপ্রিমো তথা বাংলার মুখ্যমন্ত্রীর প্রতি স্থানীয় মানুষের ভালবাসার উত্তাপ।
আরও পড়ুন-ওষুধ খেয়ে মানুষ মরুক, বন্ডে ওদের পকেট ভরুক
দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটের সভাটি হয় বাঘইট ময়দানে। কানায় কানায় পূর্ণ ছিল মাঠ। ছাউনি ছাড়িয়ে রোদ মাথায় নিয়েও দাঁড়িয়ে ছিলেন স্থানীয়রা। মহিলাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। লক্ষ্মীর ভাণ্ডারের প্ল্যাকার্ডই শুধু নয়, একেবারে লক্ষ্মী সেজেই এসেছিল খুদে। হাতে লক্ষ্মীর ভাঁড়। তার সঙ্গে ছবি তোলেন তৃণমূল সুপ্রিমো। উত্তর দিনাজপুরের রায়গঞ্জ কেন্দ্রের সভাটি হয় হেমতাবাদের পুলিশ প্লে-গ্রাউন্ডে। সেখানেও বিপুল জনসমাগম হয়। জোড়া সভাকে কেন্দ্র করে তুমুল উৎসাহ ছিল তৃণমূল কর্মী-সমর্থক থেকে শুরু করে সাধারণ মানুষের মধ্যে। মুখ্যমন্ত্রী একটি করে জনমুখী প্রকল্প, উন্নয়নমূলক কাজের খতিয়ান দিয়েছেন, আর তুমুল হাততালি দিয়ে তাঁকে সমর্থন করেছে উপস্থিত জনতা। এককথায় রায়গঞ্জ আর বালুরঘাট এদিনই ইঙ্গিত দিয়েছে ইভিএমে তাঁদের সমর্থন কোন দিকে থাকবে।