প্রতিবেদন : পাঁচ ধর্ষণকাণ্ডে রাজ্য পুলিশেই আস্থা রাখল কলকাতা হাইকোর্ট। সোমবার পিংলা, শান্তিনিকেতন, ময়নাগুড়ি-সহ পাঁচটি ধর্ষণ মামলা নিয়ে শুনানি হয় কলকাতা হাইকোর্টে। প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চে রাজ্য সরকারের তরফে পাঁচ তদন্তের রিপোর্ট পেশ করা হয়।
আরও পড়ুন-একটি স্মার্ট কার্ডেই চড়া যাবে ৪ পরিবহণ
শুনানির শেষ বিচারপতি জানিয়ে দেন রাজ্য পুলিশই এই ঘটনার তদন্ত করবে। পরবর্তী শুনানি আগামী ৪ মে ধার্য করা হয়। ধর্ষণ মামলায় রাজ্য শিশু সুরক্ষা কমিশন এবং মহিলা কমিশনকে যুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে। নামখানার তদন্ত রিপোর্ট সম্পর্কে এজি জানান, দময়ন্তী সেন আদালতের নির্দেশে এই তদন্তের দায়িত্ব নিয়েছেন। ফরেনসিক রিপোর্ট আসতে সময় লাগছে। তাই দেরি হচ্ছে। ক্ষতিপূরণের বিষয়টি বিবেচনা করা হচ্ছে। শান্তিনিকেতনের আদিবাসী ধর্ষণের রিপোর্ট সম্পর্কে এজি জানান, গোপন জবানবন্দি নেওয়া হয়েছে।