প্রতিবেদন: খুনের দায়ে ধৃত মাওবাদী নেতা বিকাশ মুর্মুর যাবজ্জীবন সাজা দিয়েছিল নিম্ন আদালত। বুধবার কলকাতা হাইকোর্ট সেই নির্দেশ বহাল রাখল। ২০১২ সালে ঝাড়গ্রামের তৃণমূল সমর্থক এক শিক্ষককে অপহরণ করতে এসে তাঁর ছেলেকে কুপিয়ে খুন করায় এই সাজা দেওয়া হয় বিকাশকে। সেই ঘটনায় নিম্ন আদলতের দেওয়া যাবজ্জীবন সাজার নির্দেশ বহাল রাখল উচ্চ আদালত।
আরও পড়ুন-কেন্দ্রের পিএফ অফিসের ঘুঘুর বাসা ভাঙতে হবে, জলপাইগুড়ির শ্রমিক সমাবেশে ডাক ঋতব্রতর
ওই ঘটনায় ২০১৯ সালে ঝাড়গ্রাম জেলা আদালত বিকাশ মুর্মু ও হরেন মুর্মুকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাবাসের আদেশ দেয়। সেই রায় চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করেছিল বিকাশ। আদালত জানায়, ঘটানার দিন তৃণমূল সমর্থক ওই শিক্ষক মাওবাদীদের চোখে ধুলো দিয়ে পালিয়ে যান। তাঁকে না পেয়ে তাঁর ছেলের কাছে জল চেয়ে তাকে ঘরের বাইরে টেনে আনে বিকাশ। তারপর তাকে কুড়ুল দিয়ে কুপিয়ে ওই দলের অন্য কেউ খুন করলেও তাতে বিকাশের অপরাধ কমে না। যা ক্ষমার অযোগ্য। তাই নিম্ন আদালতের রায় বহাল থাকল।