রিভার ক্রুজে চেপে দেখা যাবে মুর্শিদাবাদের ইতিহাস

ভাগীরথী নদী থেকেই এবার যাওয়া যাবে হাজারদুয়ারি প্রাসাদ, ওয়াসিফ মঞ্জিল।

Must read

কমল মজুমদার, জঙ্গিপুর: ভাগীরথী নদী থেকেই এবার যাওয়া যাবে হাজারদুয়ারি প্রাসাদ, ওয়াসিফ মঞ্জিল। ক্রুজে কফির কাপে চুমুক দিতে দিতে উপভোগ করা যাবে মনোরম সূর্যাস্ত। মুর্শিদাবাদের পর্যটনের মুকুটে নতুন পালক রিভার ক্রুজ। ২৫ ডিসেম্বর বড়দিনের সকালে উদ্বোধন হয়েছে ‘জলধারা ক্রুজ’-এর। উদ্বোধন করেন মুর্শিদাবাদের জেলাশাসক রাজর্ষি মিত্র। ছিলেন সরকারি আধিকারিকরা। জলধারা ক্রুজ বহরমপুরের কে এন কলেজঘাট থেকে ওয়াসিফ মঞ্জিলে যাবে এবং ফিরে কে এন কলেজঘাটে আসবে। দুটি শিফট রাখা হয়েছে বেলা ১০টা থেকে দুপুর ২টো এবং বিকেল ৩টে থেকে সন্ধে ৭টা।

আরও পড়ুন-আসছেন মুখ্যমন্ত্রী, সন্দেশখালিতে প্রশাসনিক বৈঠকের প্রস্তুতি শুরু

চার ঘণ্টার জন্য ভাড়া ছয় হাজার টাকা। লঞ্চের যাত্রীধারণ ক্ষমতা সর্বোচ্চ ৩০ জন। বুকিংয়ের ক্ষেত্রে বহরমপুর এসডিও অফিস তদারকি করবে। ক্রুজের উদ্বোধন করে জেলাশাসক রাজর্ষি মিত্র বলেন, বোট দুটি জনসাধারণের জন্য খুলে দেওয়া হল। জেলা প্রশাসন থেকে ভাড়া নিয়ে পিকনিক বা যে কোনও অনুষ্ঠান ইত্যাদি করতে পারবেন পর্যটকরা। যাতে বোট দুটি সচল থাকে, সেই উদ্দেশ্যেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তৃতীয় লঞ্চটিও মেরামত করে ফেরি পারাপারের জন্য ব্যবহার করা হবে। যাত্রাপথে দু’ধারে সবুজের ছোঁয়া আর পাখির কলকাকলি। যাত্রাপথে দেখতে পাবেন একাধিক পুরাতাত্ত্বিক এবং ঐতিহাসিক স্থাপত্য। দূর থেকেই চোখে পড়বে প্রাচীন মন্দির, মসজিদ এবং ব্রিটিশ আমলের স্থাপত্যের চিহ্ন। নদীপথে পৌঁছানোর পর দেখতে পাবেন হাজারদুয়ারি প্রাসাদ ও অন্য ঐতিহাসিক সৌধ।

Latest article