কমল মজুমদার, জঙ্গিপুর: ভাগীরথী নদী থেকেই এবার যাওয়া যাবে হাজারদুয়ারি প্রাসাদ, ওয়াসিফ মঞ্জিল। ক্রুজে কফির কাপে চুমুক দিতে দিতে উপভোগ করা যাবে মনোরম সূর্যাস্ত। মুর্শিদাবাদের পর্যটনের মুকুটে নতুন পালক রিভার ক্রুজ। ২৫ ডিসেম্বর বড়দিনের সকালে উদ্বোধন হয়েছে ‘জলধারা ক্রুজ’-এর। উদ্বোধন করেন মুর্শিদাবাদের জেলাশাসক রাজর্ষি মিত্র। ছিলেন সরকারি আধিকারিকরা। জলধারা ক্রুজ বহরমপুরের কে এন কলেজঘাট থেকে ওয়াসিফ মঞ্জিলে যাবে এবং ফিরে কে এন কলেজঘাটে আসবে। দুটি শিফট রাখা হয়েছে বেলা ১০টা থেকে দুপুর ২টো এবং বিকেল ৩টে থেকে সন্ধে ৭টা।
আরও পড়ুন-আসছেন মুখ্যমন্ত্রী, সন্দেশখালিতে প্রশাসনিক বৈঠকের প্রস্তুতি শুরু
চার ঘণ্টার জন্য ভাড়া ছয় হাজার টাকা। লঞ্চের যাত্রীধারণ ক্ষমতা সর্বোচ্চ ৩০ জন। বুকিংয়ের ক্ষেত্রে বহরমপুর এসডিও অফিস তদারকি করবে। ক্রুজের উদ্বোধন করে জেলাশাসক রাজর্ষি মিত্র বলেন, বোট দুটি জনসাধারণের জন্য খুলে দেওয়া হল। জেলা প্রশাসন থেকে ভাড়া নিয়ে পিকনিক বা যে কোনও অনুষ্ঠান ইত্যাদি করতে পারবেন পর্যটকরা। যাতে বোট দুটি সচল থাকে, সেই উদ্দেশ্যেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তৃতীয় লঞ্চটিও মেরামত করে ফেরি পারাপারের জন্য ব্যবহার করা হবে। যাত্রাপথে দু’ধারে সবুজের ছোঁয়া আর পাখির কলকাকলি। যাত্রাপথে দেখতে পাবেন একাধিক পুরাতাত্ত্বিক এবং ঐতিহাসিক স্থাপত্য। দূর থেকেই চোখে পড়বে প্রাচীন মন্দির, মসজিদ এবং ব্রিটিশ আমলের স্থাপত্যের চিহ্ন। নদীপথে পৌঁছানোর পর দেখতে পাবেন হাজারদুয়ারি প্রাসাদ ও অন্য ঐতিহাসিক সৌধ।
গ্রিনল্যান্ড (Greenland_Donald Trump) দখলে মরিয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার একধাপ এগিয়ে মঙ্গলবার ট্রাম্প তাঁর…
এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…
প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…
নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…
নয়ডা : ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে এখন নারী-নিরাপত্তার নামে যে কতবড় প্রহসন চলছে তা আরও…
দেশের সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতেই হত। এত সাধারণ মানুষের ভোগান্তি যেন সহ্যের সব…