সংবাদদাতা, ভগবানপুর : গত বিধানসভা ও লোকসভা নির্বাচনে ভগবানপুর এলাকায় বিজেপি জিতলেও এবার সমবায় নির্বাচনে জয়ী হল তৃণমূল কংগ্রেস (TMC)। ৯ আসনের ৮টিতেই জয়ী তৃণমূল প্রার্থীরা। ভগবানপুর ১ ব্লকের কাজলাগড় অঞ্চলের আবাসবেড়িয়া সমবায় কৃষি উন্নয়ন সমিতির পরিচালকমণ্ডলীর নির্বাচনের এই জয়ে উজ্জীবিত তৃণমূল শিবির। ২০২০ সালে শেষ হয়েছিল তৃণমূলের বিদায়ী পরিচালন কমিটির মেয়াদ। তারপর থেকে প্রশাসক নিযুক্ত ছিলেন এই সমবায়ে। তৃণমূলের তরফে নির্বাচন চেয়ে আবেদন জানানো হয় কলকাতা হাইকোর্টে। সম্প্রতি আদালতের নির্দেশ মেনে শুরু হয় নির্বাচন প্রক্রিয়া। মনোনয়ন পর্বে ৯টি আসনের সব কটিতে প্রার্থী দেয় তৃণমূল ও বিজেপি। নির্ধারিত সূচি মেনে ভোট গ্রহণ করা হয়। ৬৫২ জন ভোটারের মধ্যে ভোট দেন ৫৪২ জন। গণনাপর্ব শেষে ফলাফল ঘোষণা হতে দেখা যায় তৃণমূলের (TMC) জয়জয়কার। লোকসভা নির্বাচনে সংশ্লিষ্ট এলাকায় এগিয়ে ছিল বিজেপি। মাঝের দু’মাসের ব্যবধানে দলের এই পুনরুত্থানে আনন্দে মেতে ওঠেন দলীয় নেতা-কর্মীরা। ফল ঘোষণা হওয়ার পর চলে আবিরখেলা ও মিষ্টিমুখ পর্ব। ব্লক তৃণমূল সভাপতি রবিন মণ্ডল বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল ছাড়া সমবায়ের উন্নয়ন যে সম্ভব নয় তা বুঝতে পেরেছেন এলাকার মানুষ। এই উপলব্ধি থেকেই তাঁরা তৃণমূলের ওপর আস্থা রেখেছেন।’
ভগবানপুরে সমবায় ভোটেই ফিরল মানুষের আস্থা, বর্ধমানে কৃষিজীবীদের ভরসা তৃণমূল
বিজেপিকে ধুয়ে দিয়ে নিরঙ্কুশ
