সরলেন সঞ্চালিকা, বিতর্কও

বাংলাদেশ প্রিমিয়ার লিগের অন্যতম সঞ্চালিকা ছিলেন ভারতের ঋধিমা পাঠক। গত সোমবার থেকে তাঁকে আর সঞ্চালনা করতে দেখা যাচ্ছে না।

Must read

নয়াদিল্লি, ৭ জানুয়ারি : বাংলাদেশ প্রিমিয়ার লিগের অন্যতম সঞ্চালিকা ছিলেন ভারতের ঋধিমা পাঠক। গত সোমবার থেকে তাঁকে আর সঞ্চালনা করতে দেখা যাচ্ছে না। খবর হয়েছিল, মুস্তাফিজুর বিতর্কের জেরে ঋধিমাকে বাদ দেওয়া হয়েছে।

আরও পড়ুন-পেটের ভাত, মাথার ছাদ কাড়তে চায়

যদিও বুধবার ঋধিমা জানিয়েছেন, তিনি নিজেই বিপিএল থেকে সরে গিয়েছেন। ভারতীয় সঞ্চালিকা জানিয়েছেন, আমাকে বিপিএল থেকে বাদ দেওয়া হয়েছে, এমন একটা জল্পনা ছড়িয়েছে। কিন্তু এটা সঠিক নয়। আমি নিজেই সরে গিয়েছে। এটা ব্যক্তিগত সিদ্ধান্ত। আমার কাছে দেশ সব সময় সবার আগে। যে কোনও ব্যক্তিগত দায়িত্বের থেকেও ক্রিকেট অনেক বেশি দামি। বছরের পর বছর সততার সঙ্গে ক্রিকেটের সেবা করার সুযোগ পেয়েছি। আমি সততা, স্বচ্ছতা এবং ক্রিকেটের পাশেই থাকব। এতে কোনও পরিবর্তন হবে না।

Latest article