প্রতিবেদন : ফাটল দেখা দিয়েছে উত্তর কলকাতার কাশীপুরের একাধিক বাড়িতে। মোট ৫৫ জন বাসিন্দাকে ইতিমধ্যেই সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে নিরাপদ আশ্রয়ে। এখনও নিশ্চিতভাবে বলা না গেলেও বিশেষজ্ঞদের প্রাথমিক ধারণা, গঙ্গাতীরে মাটির নিচে ধসই এই ফাটলের নেপথ্য কারণ। বিপত্তির শুরু শুক্রবারই। সোমবার পর্যন্ত রতনবাবুর ঘাট লাগোয়া চন্দ্রকুমার রায় লেনের মোট ১১টি বাড়িতে ফাটল দেখা দিয়েছে বলে জানা গিয়েছে। ক্রমশ চওড়া হচ্ছে সেই ফাটল।
আরও পড়ুন-প্রাইভেট টিউশন বন্ধে কড়া রাজ্য, ৬১ জন শিক্ষকের বিরুদ্ধে তদন্তের নির্দেশ শিক্ষা দফতরের
কলকাতা পুরসভার ১ নম্বর ওয়ার্ডের আরও কয়েকটি বাড়িতে ফাটল দেখা দিতে পারে বলে আশঙ্কা প্রকাশ হয়েছে। বসে যাচ্ছে কয়েকটি বাড়ি। সরিয়ে নিয়ে যাওয়া বাসিন্দাদের আশ্রয়ের ব্যবস্থা হয়েছে স্থানীয় এক স্কুলে। যুদ্ধকালীন তৎপরতায় গঙ্গা লাগোয়া রাস্তায় ১০ ফুট বাই ১০ ফুট ধস মেরামতির চেষ্টা করছেন পুরকর্মীরা। বালি দিয়ে ধস রোখার চেষ্টা। অবস্থা সামাল দিতে নিয়ে আসা হচ্ছে একটি জেসিবি মেশিনও। পরিস্থিতির উপরে নজর রাখছেন মেয়র ফিরহাদ হাকিম এবং ডেপুটি মেয়র অতীন ঘোষ।
আরও পড়ুন-সুরমায় আক্রান্ত ৮ বছরের শিশুকে মঞ্চে বসিয়ে নিজের উত্তরীয় দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
বউবাজারের মেট্রো-বিপত্তির সঙ্গে এর অবশ্য কোনও সাদৃশ্য নেই বলে জানা গিয়েছে। গঙ্গার ধারের এই রাস্তার ধসের চরিত্রটা কিন্তু অন্যরকম। বিশেষজ্ঞরা মনে করছেন, বিপত্তির কারণ মাটির নিচের একটি প্রাচীন নিকাশি পাইপ। এই পাইপলাইন আগে সরাসরি যুক্ত ছিল গঙ্গার সঙ্গে। এলাকার নিকাশি জল এর মাধ্যমেই গঙ্গায় পড়ত।