পথ হারিয়েছিল, পরীক্ষার্থীকে উদ্যোগ নিয়ে পরীক্ষাকেন্দ্রে পৌঁছল হাওড়া ব্রিজ ট্রাফিক গার্ড

Must read

দ্বিতীয়দিন পরীক্ষা দিতে গিয়ে পথ হারিয়ে দিশেহারা উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী। উদ্যোগ নিয়ে তাকে পরীক্ষাকেন্দ্রে পৌঁছে দিলেন হাওড়া ব্রিজের ট্রাফিক গার্ডের ওসি সৌভিক চক্রবর্তী (Souvik Chakraborty)।

এর আগে মাধ্যমিক পরীক্ষার্থীকে পরীক্ষাকেন্দ্রে পৌঁছে দিয়েছিলেন সৌভিক (Souvik Chakraborty)। পরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তাঁর প্রশংসা করে সেই ছাত্রী। এবার উচ্চ মাধ্যমিকের ছাত্র আজিব আফাক। বৃহস্পতিবার, সকাল ১০টা ১০ নাগদ স্ট্যান্ড রোড ও এমজি রোড মোড়ের কাছে তাকে উদ্দেশ্যহীনভাবে ঘুরতে দেখেন হাওড়া ব্রিজের ট্রাফিক গার্ডের ওসি। জিজ্ঞাসা করে তিনি জানতে পারেন, শ্রী বিশুদ্ধানন্দ সরস্বতী বিদ্যালয়ের ছাত্র আজিব। নারায়ণপ্রসাদ বাবু লেন, কটন স্ট্রিটে অবস্থিত শ্রী দিগম্বর জৈন বিদ্যালয়ে তার সিট পড়েছে। কিন্তু একবার মাত্র যাওয়ার ফলে আর জায়গাটি অত্যন্ত ঘিঞ্জি হওয়ায় রাস্তা গুলিয়ে যায় ছাত্রটির। দিশেহারা হয়ে পড়ে সে।

আরও পড়ুন: জমি বিবাদের জের, বুলডোজার চালিয়ে ফসল নষ্ট মধ্যপ্রদেশ পুলিশের

পরীক্ষা শুরু ১০টায়। কিন্তু তখন ১০টা বেজে ১০ মিনিট। আর এক মুহূর্ত সময় নষ্ট করেননি সৌভিক। গাড়ি নিয়ে গলিতে ঢোকা সম্ভব নয় বুঝতে পেরে হাওড়া ব্রিজের সার্জেন্ট শুভজিৎ পালকে ডেকে পাঠান ওসি। তাঁর বাইকেই আজিবকে পরীক্ষাকেন্দ্রে পাঠান। কিন্তু ততক্ষণে ১০টা ২০ বেজে গিয়েছে। তবে, পুলিশের অনুরোধে ছাত্রকে পরীক্ষায় বসতে দেওয়া হয়। হাঁফ ছেড়ে বাঁচেন পুলিশ আধিকারিকরা। হাওড়া ব্রিজের ট্রাফিক গার্ডের এই তৎপরতায় আপ্লুত পরীক্ষার্থী ও অভিভাবকরা। অকুণ্ঠ ধন্যবাদ জানান তাঁরা।

Latest article