কর্পোরেট সংস্থাকে শামিল করার ভাবনা, নিকাশি ও জঞ্জাল ব্যবস্থাপনার মানোন্নয়নে নয়া দাওয়াই রাজ্যে

শহরাঞ্চলে নিকাশি ও জঞ্জাল ব্যবস্থাপনার মানোন্নয়নে রাজ্য সরকার এবার কর্পোরেট সংস্থাগুলিকে শামিল করার পরিকল্পনা নিয়েছে।

Must read

প্রতিবেদন : শহরাঞ্চলে নিকাশি ও জঞ্জাল ব্যবস্থাপনার মানোন্নয়নে রাজ্য সরকার এবার কর্পোরেট সংস্থাগুলিকে শামিল করার পরিকল্পনা নিয়েছে। আইন অনুযায়ী ৫০০ কোটি টাকার বেশি লেনদেন আছে এমন কর্পোরেট সংস্থাগুলি তাদের সমাজিক দায়বদ্ধতা বা সিএসআর প্রকল্পের আওতায় জনস্বার্থে নানা উন্নয়নমূলক কাজ করে থাকে। এবার এর আওতায় জঞ্জাল অপসারণ ও নিকাশিকেও যুক্ত করার কথা ভাবা হচ্ছে। ইতিমধ্যেই উত্তর ২৪ পরগনার পানিহাটি এবং কামারহাটি পুর এলাকাতে সিএসআর প্রকল্পের মাধ্যমে নিকাশি পরিকাঠামো উন্নয়নের কাজ হয়েছে। অন্যান্য পুরসভাতেও এই একই মডেল অনুসরণ করার কথা ভাবা হচ্ছে বলে রাজ্যের পুর ও নগরোন্নয়ন দফতর সূত্রে জানা গিয়েছে। সিএসআর প্রকল্পের জন্য তৈরি হওয়া পোর্টালে এই সংক্রান্ত কাজকে যুক্ত করা হবে। যাতে আগ্রহী কর্পোরেট সংস্থা এই প্রক্রিয়ায় শামিল হতে পারে।

আরও পড়ুন-মেধাতালিকায় নরেন্দ্রপুরের তিন পরীক্ষার্থী

প্রসঙ্গত, জানা গিয়েছে, সিএসআরের মাধ্যমে কাজ হলেও রাজ্য সরকারই তার বিস্তারিত প্রকল্প রিপোর্ট বা ডিপিআর রাজ্যের তরফেই নিখরচায় তৈরি করে দেওয়া হবে। ডিপিআর অনুযায়ী কাজ হচ্ছে কি না সেটার ওপরেও রাজ্য সরকার নজরদারি চালাবে। তবে প্রকল্প সংক্রান্ত আর্থিক লেনদেনের সমস্ত দায়িত্বই থাকবে সংশ্লিষ্ট সংস্থা বা কোম্পানির বাইরেও জনস্বার্থে পরিকল্পিত আরও কয়েকটি প্রকল্প সিএসআরের মাধ্যমে করার জন্য এই পোর্টালে তোলা হবে। এব্যপারে সমস্ত পুরসভাকে তাদের মতামত দিতে বলা হয়েছে। বর্তমানে রাজ্য সরকারের ৫৮টি দফতরের ১ হাজার ২৮৩টি প্রকল্প সিএসআর প্রকল্পের আওতায় নিয়ে এসে সংশ্লিষ্ট পোর্টালে যুক্ত করা হয়েছে বলে জানা গিয়েছে।

Latest article