প্রতিবেদন : দফায় দফায় বর্ষণের জেরে সমস্যায় পড়েছেন হাওড়ার প্রতিমা শিল্পীরা। লক্ষ্মীপুজোর আর একদিন বাকি। তার আগে প্রতিমার কাজ শেষ হবে কি না বুঝে উঠতে পারছেন না শিল্পীরা। এতে তাঁরা ক্ষতির আশঙ্কা করছেন। দুর্গাপুজোর আগে এবং পরে বৃষ্টি থামার লক্ষণ নেই।
আরও পড়ুন-গড়িয়াহাটে গৃহস্বামী, চালকের মৃত্যু ঘিরে রহস্য
নিম্নচাপের জেরে গত কয়েকদিন দফায় দফায় বৃষ্টির ফলে সমস্যায় পড়েছেন হাওড়ার জগৎবল্লভপুরের মুন্সিরহাট এলাকার প্রতিমা শিল্পীরা। বৃষ্টির জন্য বেশিরভাগ গোলায় প্রতিমা শিল্পীরা অর্ডারের কাজ শেষ করতে পারেননি। লক্ষ্মী প্রতিমার মাটি না শুকানোর ফলে শিল্পীরা রঙের প্রলেপ দিতে পারছেন না। বাধ্য হয়ে শিল্পীরা হিটার অথবা ব্লু ল্যাম্প দিয়ে লক্ষ্মী প্রতিমা শুকনো করছেন।