সংবাদদাতা, হুগলি : এই সময় দুর্গাপুজোর আগে মূর্তি শুকানোর জন্য চূড়ান্ত প্রস্তুতি চলে। কিন্তু নিম্নচাপের জেরে আকাশের মুখ ভার। আর এতে কপালে চিন্তার ভাঁজ মৃৎশিল্পীদের। বৃষ্টির দাপটে বিপর্যস্ত হুগলির প্রতিমা শিল্পীরা, বিশ্বকর্মা পুজো ও দুর্গাপুজোর আগে উৎকণ্ঠা চরমে। বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের জেরে অবিরাম বৃষ্টি চলছে দক্ষিণের একাধিক জেলায়। এদিকে একদিন পরেই বিশ্বকর্মা পুজো, তারও কিছুদিনের মধ্যে বাঙালির সবচেয়ে বড় উৎসব দুর্গাপুজো। কিন্তু প্রতিমা তৈরির কাজ এখনও সম্পূর্ণ হয়নি।
আরও পড়ুন-‘মে আই হেল্প ইউ’ বুথ খুলছে রাজ্য, রোগী পরিষেবায় অভিনব উদ্যোগ
এমন অবস্থায় কীভাবে কাজ শেষ করবেন, তা ভেবেই দিশেহারা শিল্পীরা। বাঁশবেড়িয়ার বেশ কিছু কুমোরপাড়ায় দেখা গেল কুমোরটুলির ভেতর জল জমে আছে। প্রতিমাগুলি প্লাস্টিক দিয়ে ঢেকে রাখা হয়েছে কোনও মতে, অনেক প্রতিমা আবার বৃষ্টির জলে ভিজে নষ্ট হয়ে গেছে। এই বৃষ্টির কারণে কারখানার কর্মীরাও সময়মতো আসতে পারছেন না, ফলে প্রতিমা তৈরির কাজ ব্যাহত হচ্ছে।
বাঁশবেড়িয়ার প্রতিমা শিল্পী দীপঙ্কর পাল বলেন, প্রতিমাগুলি প্লাস্টিক দিয়ে ঢেকে রেখেও লাভ হচ্ছে না। জল ঢুকে ঠাকুরের রং নষ্ট হয়ে হচ্ছে। লাগাতার বৃষ্টিতে মাটি শুকচ্ছে না ঠিকমতো। আবহাওয়া পরিবর্তন না হলে বিপাকে পড়বেন তাঁরা। তাঁদের আবেদন, যদি পুজো কমিটিরা একটু সহায়তা করে তাহলে কিছুটা লাভের মুখ দেখতে পারেন তাঁরা।
মৃৎশিল্পীদের মতে, প্রতিমা তৈরির সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়টাই বৃষ্টিতে নষ্ট হয়ে যাচ্ছে। এমন অবস্থায় দুর্গাপুজোর প্রতিমাগুলি সঠিক সময়ে প্রস্তুত করা নিয়ে সংশয় দেখা দিয়েছে।