প্রতিবেদন : বাইপাসে প্রথম মেট্রো যুক্ত হল। দক্ষিণেশ্বর (Dakshineswar) থেকে এক টিকিটেই পৌঁছে যাওয়া যাবে বাইপাসে রুবি মোড় অর্থাৎ হেমন্ত মুখোপাধ্যায় স্টেশনে (Hemanta Mukjherjee Metro Station)। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী থাকার সময় গোটা শহরকে মেট্রো দিয়ে যাতায়াতের পরিকল্পনা করেন। ওই পরিকল্পনার অনুমোদনও তিনি করেছিলেন। দেরিতে হলেও বিজেপি সরকার সেই কাজে হাত দিতে বাধ্য হল। বাইপাসের মেট্রো চলাচলের ক্ষেত্রে হেমন্ত মুখোপাধ্যায় স্টেশন (Hemanta Mukjherjee Metro Station) অত্যন্ত গুরুত্ব পাবে। কারণ এই স্টেশন থেকে একদিকে কসবা শিল্পতালুকে যাতায়াতের সুযোগ বাড়বে। অপরদিকে বিভিন্ন হাসপাতালে রোগীরা সহজেই যাতায়াত করতে পারবেন। অর্থাৎ চিকিৎসার সুযােগ আরও বেশি বাড়বে। মেট্রো কর্তৃপক্ষ তাই হেমন্ত মুখোপাধ্যায় স্টেশনকে তাই বিশেষ গুরুত্ব দিচ্ছে। এই স্টেশনে চলমান সিঁড়ি ছাড়াও বসানো হয়েছে লিফট। বয়স্কদের যাতায়াতের ক্ষেত্রে কার্যকরী হবে। বিশেষভাবে সক্ষম ও চাহিদাসম্পন্ন রোগীদের জন্য থাকবে হুইল চেয়ার সহ বিশেষ পরিষেবা। মেট্রো কর্তৃপক্ষ দাবি করেছে, হেমন্ত মুখোপাধ্যায় স্টেশন একদিকে শিল্পতালুক অপরদিকে মেডিক্যাল হাবের যাতায়াতের করিডর হিসেবে ব্যবহৃত হবে। ইতিমধ্যেই রাজ্য সরকারের তরফে ওই স্টেশন লাগোয়া এলাকায় আন্ডারপাস তৈরি করা হয়েছে। বিশেষ নিরাপত্তা ব্যবস্থাও থাকবে। রেলওয়ে সেফটি কমিশন বাইপাসের এই যাত্রাপথের সবুজ সংকেত দিয়েছে। রেল বোর্ডের অনুমতি মিললেই শুরু হবে যাত্রী পরিবহণ। মেট্রো সূত্রের খবর, রেল বোর্ডই দক্ষিণেশ্বর থেকে বাইপাসের বিভিন্ন স্টেশন পর্যন্ত ভাড়া কত হবে তা ঠিক করবে। তবে যাত্রীদের দাবি, রোগীদের কথা ভেবে ভাড়া যেন বেশি না হয়।
আরও পড়ুন-অভিষেকের শ্রদ্ধায় আপ্লুত সুখমণিরা