বঙ্গ

”স্বাধীনতা দিবসের গুরুত্ব এক নতুন মাত্রা পেয়েছে”, ৭৯তম স্বাধীনতা দিবসের প্রাক্কালে মুখ্যমন্ত্রীর বার্তা

আগামীকাল, শুক্রবার ১৫ আগস্ট দেশজুড়ে পালিত হবে ভারতের ৭৯তম স্বাধীনতা দিবস (Independence day)। নয়াদিল্লির ঐতিহাসিক লালকেল্লায় আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জাতীয় পতাকা উত্তোলন করবেন এবং জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন। এই বছরের স্বাধীনতা দিবসের থিম “নয়া ভারত”। এই দিন দেশের ঐতিহাসিক স্মৃতিকে স্মরণ করা নয়, এবং ভবিষ্যতের পথকেও আরও মজবুত করার অঙ্গীকার নেওয়া হয়।

আরও পড়ুন-ডায়মন্ড হারবারে কোনও ভুয়ো ভোটার নেই, তথ্যপ্রমাণ তুলে ধরলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

ভারতের ৭৯তম স্বাধীনতা দিবসের প্রাক্কালে নিজের এক্স হ্যান্ডেলে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বাংলার বীর বিপ্লবীদের অবদান মনে করিয়ে দিলেন তিনি নিজের পোস্টের মাধ্যমে। তিনি লিখলেন, ”ভারতের ৭৯তম স্বাধীনতা দিবসের প্রাক্কালে দেশমাতৃকাকে আমার বিনম্র শ্রদ্ধা এবং দেশবাসীকে আন্তরিক শুভনন্দন জানাই। এবারেও আমরা মধ্যরাতে স্বাধীনতা পালন করব। প্রতিবারই আমরা এটা করি। স্মরণ করি আমাদের পূর্বপুরুষদের যাঁদের কঠিন সংগ্রাম, আত্মত্যাগ এই স্বাধীন দেশের জন্ম দিয়েছিল। এই স্বাধীনতা আন্দোলনের পুরোভাগে ছিলেন বাংলার বিপ্লবীরা। তাঁরাই গিয়েছিলেন ফাঁসির মঞ্চে, আন্দামানের কারাগারে। আমাদের দুর্ভাগ্য, আজ সেই বাংলা আর বাঙালিকেই দেশের বিভিন্ন প্রান্তে বিদ্বেষের স্বীকার হতে হচ্ছে।”

আরও পড়ুন-মঙ্গলবারের মধ্যে বাদ ভোটারদের নাম প্রকাশের নির্দেশ শীর্ষ আদালতের, বিরাট জয়! মন্তব্য দেবাংশুর

এরপরেই এই বিশেষ দিনে ভোটার তালিকা সংশোধনের নামে জনগণকে সাংবিধানিক অধিকার থেকে বঞ্চিত করার চেষ্টায় কেন্দ্রের ভূমিকাকে নিশানা করে তিনি লেখেন,”শুধু তাই নয়, দেশভাগে কষ্ট পাওয়া বাংলার মানুষের ওপর আবার এখন নানান অছিলায় আক্রমণ নেমে আসছে, ভোটার তালিকা সংশোধনের নামে তাদের সংবিধান প্রদত্ত অধিকার থেকে বঞ্চিত করার চেষ্টা হচ্ছে। এই আবহে এই স্বাধীনতা দিবসের গুরুত্ব এক নতুন মাত্রা পেয়েছে। আসুন, আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে সেই সমস্ত শক্তির বিরুদ্ধে আওয়াজ তুলি যারা আমাদের স্বাধীনতাকে খর্ব করতে চায়। প্রতিটি নাগরিকের মর্যাদা রক্ষা করা আমাদের কর্তব্য। দেশের স্বাধীনতা আনতে গিয়ে যাঁরা জীবনদান করেছেন, তাঁদের প্রণাম করি। দেশের স্বাধীনতা রক্ষা করতে গিয়ে যাঁরা প্রাণ দিয়েছেন, তাঁদেরও কুর্নিশ করি। জয় হিন্দ! বন্দেমাতরম্! জয় বাংলা!”

Jago Bangla

Recent Posts

আরও একধাপ এগোলেন! ভ্যান্স-রুবিওকে সঙ্গে নিয়ে গ্রিনল্যান্ড দখল ট্রাম্পের

গ্রিনল্যান্ড (Greenland_Donald Trump) দখলে মরিয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার একধাপ এগিয়ে মঙ্গলবার ট্রাম্প তাঁর…

2 hours ago

নিজের কেবিনে একাধিক মহিলার সঙ্গে অশ্লীল আচরণ, সাসপেন্ড পুলিশকর্তা

এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…

5 hours ago

রাজ্যে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা

প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…

6 hours ago

সর্বকনিষ্ঠ সভাপতি, নেপথ্যে কোন অঙ্ক?

নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…

6 hours ago

সিআরপিএফ ক্যাম্পে অমানুষিক নির্যাতনের শিকার নাবালিকা, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করল ক্ষুব্ধ তৃণমূল

নয়ডা : ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে এখন নারী-নিরাপত্তার নামে যে কতবড় প্রহসন চলছে তা আরও…

6 hours ago

‘তোমার ভয় নেই মা আমরা প্রতিবাদ করতে জানি’

দেশের সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতেই হত। এত সাধারণ মানুষের ভোগান্তি যেন সহ্যের সব…

6 hours ago