প্রতিবেদন : বিজেপির এজেন্সি হয়ে কাজ করছে আয়কর দফতর। তা আবারও প্রমাণিত হয়ে গেল। কয়েকদিন আগে মুর্শিদাবাদে সভামঞ্চ থেকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেছিলেন, জাকির হোসেনের অনেক টাকা। ওর বাড়িতে আয়কর দফতরের তল্লাশি হবে। বাস্তবে তাই প্রমাণিত হল। একইসঙ্গে কলকাতা পুরসভার ৫৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা মহামেডান ক্লাবের সভাপতি আমিরউদ্দিন ববির অফিসেও চলে তল্লাশি। সকাল থেকে পাঁচ ঘণ্টার বেশি তল্লাশি অভিযান চালান আয়কর দফতরের কর্মী অফিসাররা।
আরও পড়ুন-পাঁশকুড়ার গোবিন্দনগরে বিপুল সাড়া
এদিন সকালে আয়কর অফিসারেরা জঙ্গিপুরের বিধায়ক রাজ্যের প্রাক্তন মন্ত্রী জাকির হোসেনের বাড়ি, অফিস, তেলকল, বিড়ি কারখানা সহ একাধিক ব্যবসায়িক জায়গায় তল্লাশি চালায়। ওই সময় জাকির হোসেন বাড়িতেই ছিলেন। তল্লাশি নিয়ে তিনি মুখ খোলেননি। তবে তৃণমূল কংগ্রেসের জঙ্গিপুর সাংগঠনিক জেলার চেয়ারম্যান কানাই মণ্ডল বলেন, ‘‘দু’দিন আগে জেলাতে এসে বিরোধী দলনেতা কয়েকজন নেতার নাম করে হুমকি দিয়েছিলেন। তারপর আজকের এই অভিযান। কেন্দ্রের বিজেপি সরকার পরিকল্পিতভাবে তৃণমূল নেতা এবং আমাদের সরকারকে বিব্রত করতে চাইছে।”