খুচরো বাজারে দ্রব্যমূল্য বৃদ্ধি ১৫ মাসে সর্বোচ্চ

১৫ মাসের মধ্যে সর্বোচ্চ মূল্যবৃদ্ধি। মে মাসে খুচরো বাজারে জিনিসের দাম ২.৬১ শতাংশ বেড়েছে, যা গত ১৫ মাসের মধ্যে সর্বোচ্চ।

Must read

প্রতিবেদন: ১৫ মাসের মধ্যে সর্বোচ্চ মূল্যবৃদ্ধি। মে মাসে খুচরো বাজারে জিনিসের দাম ২.৬১ শতাংশ বেড়েছে, যা গত ১৫ মাসের মধ্যে সর্বোচ্চ। শুক্রবার কেন্দ্রের তরফে দেওয়া পরিসংখ্যানে বলা হয়েছে, হোলসেল প্রাইস ইনডেক্স মে মাসে ২.৬১ শতাংশ বেড়েছে। গত এপ্রিল মাসে খুচরো বাজারে দামবৃদ্ধির হার ছিল ১.২৬ শতাংশ। এই নিয়ে এবছর পরপর তিনমাসেই জিনিসপত্রের দাম বাড়ার ধারা অব্যাহত থাকল।

আরও পড়ুন-ডায়মন্ড হারবারে বিপুল জয়, শুভেচ্ছা বিনিময়ে অভিষেক

কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, মূল্যস্ফীতির এই ঊর্ধ্বমুখী হার প্রাথমিকভাবে খাদ্যসামগ্রীর দাম, খাদ্যপণ্যের উৎপাদনের ব্যয়বৃদ্ধি, অপরিশোধিত পেট্রোলিয়াম, প্রাকৃতিক গ্যাস, খনিজ তেল ও অন্যান্য উৎপাদিত সামগ্রীর দাম বৃদ্ধির কারণে। সরকারি পরিসংখ্যান অনুযায়ী, মে মাসে খাদ্যসামগ্রীর মূল্যবৃদ্ধি ঘটেছে ৯.৮২ শতাংশ। এপ্রিলে যা ছিল ৭.৭৪ শতাংশ। সবজি-আনাজের দাম মে মাসে ৩২.৪২ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এপ্রিল মাসে এই বৃদ্ধি ছিল ২৩.৬০ শতাংশ। পেঁয়াজের দামও দিনদিন লাফ দিয়ে বেড়ে চলেছে। মে মাসে পেঁয়াজের দাম ৫৮.০৫ শতাংশ, আলুর ৬৪.০৫ শতাংশ এবং মশলাপাতির দাম ২১.৯৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

Latest article