একসঙ্গে কাজ করবে ভারতীয় সেনার স্থল-বায়ু ও নৌবাহিনী!

Must read

শত্রুপক্ষের মোকাবিলায় এবার থেকে একসঙ্গে কাজ করবে স্থল, নৌ ও বায়ুসেনা (Indian Army)। বিজ্ঞপ্তি জারি করল প্রতিরক্ষা মন্ত্রক। ২৭ মে (মঙ্গলবার) থেকে কার্যকর হয়েছে নয়া নির্দেশ। সীমান্তে উত্তেজনার পরিস্থিতি তৈরি হলে যাতে তিন বাহিনীর মধ্যে সমন্বয়ের ক্ষেত্রে কোনও জটিলতা না তৈরি হয় সেই কথা মাথায় রেখে কেন্দ্রের তরফে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।

আরও পড়ুন-ভারতের জবাবে ধ্বংস মুরিদে বায়ুসেনার ভূগর্ভস্থ ঘাঁটিও! প্রকাশ্যে উপগ্রহ চিত্র

ভারত-পাক সংঘর্ষের আবহে উপত্যকায় নিত্যদিন সংঘর্ষের ঘটনা বেড়েই চলেছে। হঠাৎ করে কোনও আক্রমণ হলে এবার থেকে একজন কমান্ডারের নির্দেশ মতোই স্থল, নৌ ও বায়ুসেনা কাজ করবে। প্রতিরক্ষা মন্ত্রকের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সশস্ত্র তিন বাহিনী (Indian Army) যাতে আরও সুষ্ঠভাবে কাজ করতে পারে, সেই জন্যই এই বলিষ্ঠ পদক্ষেপ। তিনবাহিনীকে একসঙ্গে পরিচালনার ভাবনা ২০২৩ থেকেই শুরু হয়েছিল। সেই বছরই সংসদের বাদল অধিবেশনে দুই কক্ষে পাশ হয়েছিল ইন্টার সার্ভিস অর্গানাইজেশন বিল। রাষ্ট্রপতি তাতে স্বাক্ষর করায় ইতিমধ্যেই সেটি আইনে পরিণত হয়েছে। ফলে ইন্টার সার্ভিস অর্গানাইজেশনের কমান্ডা-ইন-চিফ এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হাতে অধীনস্থ কর্মীদের সুষ্ঠুভাবে পরিচালনার ক্ষমতা রয়েছে। এবার তার ভিত্তিতেই অপারেশন সিন্দুর আবহে এই নয়া পদক্ষেপ প্রতিরক্ষা মন্ত্রকের।

Latest article