পারথ, ২৮ অক্টোবর : আবার পারথে ফিরে এল ভারতীয় দল। রবিবার এখানে দক্ষিণ আফ্রিকার সঙ্গে ম্যাচ। যারা জিতবে তারা শুধু গ্রুপে এগিয়ে থাকবে তা নয়, সেমিফাইনালের দিকেও এক পা রাখবে।
অস্ট্রেলিয়ায় পৌছে এই পারথেই শিবির করেছিল ভারতীয় দল। গতি ও বাউন্স সমন্বিত ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার মাঠে প্রায় দু’সপ্তাহ কাটিয়েছেন রোহিতরা। বিশ্বকাপের প্রথম দুই ম্যাচ জিতে তাঁরা আবার পারথে ফিরেছেন। সিডনি থেকে পারথ পাঁচ ঘণ্টার উড়ান। লম্বা যাত্রার পর শুক্রবার আর প্র্যাকটিসে নামেনি ভারতীয় দল। আগে ঠিক ছিল অপশনাল প্র্যাকটিসে কয়েকজন মাঠে নামবেন। পরে ঠিক হয় শনিবার ফ্লিন্ডার্স পার্কে প্র্যাকটিসে নামবেন রোহিতরা। ভারতীয় দলের মতোই এদিন পারথে পা রেখেছে দক্ষিণ আফ্রিকা।
আরও পড়ুন-এবার এক দেশ এক উর্দির নামে রাজ্যের অধিকার কেড়ে নেওয়ার চক্রান্ত কেন্দ্রের
বাংলাদেশকে ১০৪ রানে হারিয়ে নেট রানরেট প্লাস ৫.২০০ করে ফেলেছেন তেম্বা বাভুমারা। পারথের উইকেট রাবাডা ও নর্তজেকে বাড়তি সুবিধা দেবে। তবে এই সুবিধাটাই আবার পেতে পারেন অর্শদীপ, শামি, ভুবি ও হার্দিক। বৃহস্পতিবার ভারতীয় সিমাররা নেদারল্যান্ডস ম্যাচে বেশ ভাল বল করেছেন। একইসঙ্গে টপ অর্ডার ব্যাটিং রানে ফেরায় স্বস্তি ফিরেছে দলে। শুধু কে এল রাহুল এখনও রান পাননি। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তাঁকেও ছন্দে দেখতে চায় টিম ম্যানেজমেন্ট। রান না পেয়ে চাপে আছেন রাহুল।
আরও পড়ুন-কর্মসংস্থানের হাল খুবই খারাপ, উদ্বেগ প্রাক্তন আরবিআই গভর্নরের
এদিকে, অলরাউন্ডার অক্ষর প্যাটেল বলেছেন, তাঁদের দলের মূলমন্ত্র হল ভয়ডরহীন ক্রিকেট। তাঁরা জানেন, পারথের উইকেটে নর্তজে ও রাবাডাকে খেলা একটা চ্যালেঞ্জ। অক্ষরের বক্তব্য হল, ‘‘আমরা বাউন্সি উইকেট নিয়ে ভাবছি না। আমাদেরও ভুবি, শামি, অর্শদীপ রয়েছে। আমাদের টপ অর্ডারে সবাই ডানহাতি। তাই দল চাইলে আমি মিডল ওভারে যেতে রাজি।” পাকিস্তান ম্যাচে এক ওভারে ২১ রান দিয়েছিলেন অক্ষর। তিনি দাবি করছেন, ওই একটা ওভারই তিনি খারাপ বল করেছেন। আগের ম্যাচে অক্ষর দু’টি উইকেট নেন। এরফলে তাঁর জায়গায় যুজবেন্দ্র চাহালের ফেরার সম্ভাবনা নষ্ট হয়ে যায়।