মুখ্যমন্ত্রীর নির্দেশে সাজছে ইন্ডোর স্টেডিয়াম

গত ডিসেম্বরে আলিপুরদুয়ার সফরে এসে সান্ধ্য ভ্রমণে বেরিয়েছিলেন মুখ্যমন্ত্রী।

Must read

বিশ্বজিৎ চক্রবর্তী, আলিপুরদুয়ার: গত ডিসেম্বরে আলিপুরদুয়ার সফরে এসে সান্ধ্য ভ্রমণে বেরিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সেই সময় পুলিশ সুপারের দফতরের পাশ দিয়ে যাওয়ার সময় আলিপুরদুয়ার ইন্ডোর স্টেডিয়ামের দিকে তাকিয়ে দেখেন তিনি। তাঁর চোখে পড়ে স্টেডিয়ামের বাইরের সীমানা প্রাচীর বেশ কিছু জায়গায় ভেঙে গিয়েছে। পাশাপাশি স্টেডিয়ামের বাইরের অংশে বেশ কিছু জায়গায় সংস্কারের প্রয়োজনীয়তা তাঁর নজর এড়ায়নি। সেখানে দাঁড়িয়েই তিনি জেলাশাসককে নির্দেশ দিয়েছিলেন ইন্ডোর স্টেডিয়াম সংস্কারের প্রকল্প তৈরি করতে।

আরও পড়ুন-সম্পূর্ণ হয়েছে ৬০ শতাংশ কাজ, আগামী বছরের শেষেই নন্দীগ্রামে চালু হবে ৯০০ কোটির জলপ্রকল্প

জেলাশাসক মুখ্যমন্ত্রীর নির্দেশে সংস্কারের প্রকল্প তৈরি করে ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রকে পাঠান। সেই আর্জি মেনে আলিপুরদুয়ার ইন্ডোর স্টেডিয়ামকে ঢেলে সাজাতে ১ কোটি ১৪ লক্ষ টাকা বরাদ্দও করে রাজ্য ক্রীড়া ও যুব কল্যাণ দফতর। আর্থিক মঞ্জুরি মিললেও এতদিন কাজ শুরু করা যায়নি। মাদারিহাট উপনির্বাচনের কারণে আদর্শ নির্বাচনী আচরণ বিধি লাগু থাকায় থমকে ছিল সংস্কার কাজ। তবে ভোট পর্ব মিটে যাওয়ায় এখন আর কোনও বাধা নেই। এই প্রসঙ্গে জেলাশাসক আর বিমলা বলেন, আলিপুরদুয়ার ইন্ডোর স্টেডিয়ামের সংস্কারের কাজের জন্য টেন্ডার প্রক্রিয়া চালু করা হয়েছে। টেন্ডার প্রক্রিয়া শেষ হলেই সংস্কার কাজের ওয়ার্কঅর্ডার দেওয়া হবে। আলিপুরদুয়ার ইন্ডোর স্টেডিয়ামে ব্যাডমিন্টন, টেবল টেনিস ও দাবার মতো খেলাগুলির নিয়মিত অনুশীলন করা হয়। স্টেডিয়াম নতুন করে ফের রং করা হবে। সংস্কার হবে স্টেডিয়ামের চারপাশের নিকাশি নালারও। বসবে এলইডি বাতিস্তম্ভ। স্টেডিয়াম চত্বরে বসবে বাহারি পেভার ব্লকও। এক নতুন রূপে আত্মপ্রকাশ করবে ইন্ডোর স্টেডিয়াম।

Latest article