প্রতিবেদন : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আহ্বানে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে (BGBS 2023) উপস্থিত হয়েছিলেন রাজ্য তথা দেশের সমস্ত বণিকসভা ও শিল্পসংস্থার কর্ণধাররা। এবারের সম্মেলনে সব মিলিয়ে মোট ১৭টি দেশ সহযোগী হিসেবে যোগ দিয়েছে। এই দেশগুলি হল— অস্ট্রেলিয়া, বাংলাদেশ, ভুটান, ফিজি, গ্রেট ব্রিটেন, লুক্সেমবার্গ, জার্মানি, জাপান, কেনিয়া, মালয়েশিয়া, নেপাল, নেদারল্যান্ডস, পোল্যান্ড, রুয়ান্ডা, দক্ষিণ কোরিয়া, ফ্রান্স ও স্লোভাক প্রজাতন্ত্র । এই সবক’টি দেশ থেকে বণিকসভার প্রতিনিধিরা যোগ দিয়েছিলেন এই সম্মেলনে। এছাড়াও স্পেন থেকে একটি বড় প্রতিনিধি দল যোগ দিয়েছিলেন এই সম্মেলনে। এদিনের সম্মেলন মঞ্চে বিদেশি শিল্পপতি ও বণিকসভার কর্তারা বাংলার শিল্পবান্ধব পরিবেশ তৈরি করার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। সেই সঙ্গে বাংলায় বিনিয়োগেরও আশ্বাস দেন। মঙ্গলবার মূল অনুষ্ঠানের পর একটি ইন্টারন্যাশনাল সেশনেও তাঁরা যোগ দেন। বুধবার সম্মেলনের দ্বিতীয় দিন। এদিন বিশ্ববাংলা মেলা প্রাঙ্গণ ও ধনধান্য স্টেডিয়ামেও বাণিজ্য সম্মেলনের (BGBS 2023) বিভিন্ন সেশন রয়েছে। কৃষি ও শিল্পে সমান জোরের পাশাপাশি এমএসএমই, টেক্সটাইল, এডুকেশন, হেলথ কেয়ার শিল্পের উপরও সবচেয়ে বেশি জোর দেওয়া হবে। বিভিন্ন আন্তর্জাতিক শিল্পসংস্থা এ ব্যাপারে রাজ্যে একাধিক বিনিয়োগের প্রস্তাব দিয়েছে।
আরও পড়ুন- ইন্দ্রনীল ও বাবুলের সঙ্গে রাজ্য সংগীতে গলা মেলালেন মুখ্যমন্ত্রী