সংবাদদাতা, হাওড়া : ওড়িশায় বাস দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের পাশে থেকে সবরকমের সাহায্য করছে রাজ্য সরকার। প্রশাসনের পক্ষ থেকে যোগাযোগ রাখা হচ্ছে। শুক্রবার রাজ্য সরকারের বিশেষ গাড়িতে আহত ১৩ জনকে ওড়িশা থেকে উদয়নারায়ণপুরে নিয়ে আসা হয়। উদয়নারায়ণপুর পঞ্চায়েত সমিতির সভাপতি সুলেখা পাঁজা, বিডিও প্রবীর কুমার শীটের উপস্থিতিতে উদয়নারায়ণপুর স্টেট জেনারেল হাসপাতালে তাঁদের চিকিৎসা শুরু হয়েছে।
আরও পড়ুন-রাজ্যের উদ্যোগে দেহ ফিরল, হল শেষকৃত্য
বৃহস্পতিবার রাজ্য সরকারের তরফে বিশেষ বাসে ওড়িশা থেকে ৪১ জনকে ফিরিয়ে আনা হয়। তাঁদের উদয়নারায়ণপুর রাজ্য সাধারণ হাসপাতালে চিকিৎসার পর ৩৭ জনকে বাড়ি পৌঁছে দেওয়া হয়। ৪ জনকে হাসপাতালে ভর্তি করা হয়। আর মাত্র ৬ জন ওড়িশার বিভিন্ন হাসপাতালে এখনও ভর্তি রয়েছেন। আহতদের প্রত্যেকের চিকিৎসার ব্যবস্থাও রাজ্য সরকারের তরফে করা হয়েছে। বাড়িতে যাঁরা রয়েছেন তাঁদের সঙ্গেও স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসকরা যোগাযোগ রাখছেন। আহতদের ও নিহতদের পরিবারগুলিকে রাজ্য প্রশাসনের পক্ষ থেকে আর্থিক ক্ষতিপূরণ দেবারও চিন্তাভাবনা চলছে।
আরও পড়ুন-নার্সদের চিকিৎসার প্রশিক্ষণ
এর পাশাপাশি ব্লক প্রশাসন ও পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে পরিবারগুলির পাশে থেকে সবরকমের সহায়তা দেওয়া হচ্ছে। এই ব্যাপারে স্থানীয় বিধায়ক সমীর পাঁজার সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা হয়েছে। সমীর পাঁজা জানিয়েছেন, ‘‘মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে প্রশাসন সবসময় ক্ষতিগ্রস্ত পরিবারগুলির পাশে রয়েছে। মানবিক মুখ্যমন্ত্রী দুর্ঘটনার কবলে পড়া প্রত্যেকের পরিবারের বিষয়ে খোঁজ নিয়েছেন। প্রশাসনের তরফে তাঁদের সবসময় সাহায্য করা হচ্ছে।’’ উদয়নারায়ণপুরের সুলতানপুর থেকে লাক্সারি বাস ভাড়া করে বিশাখাপত্তনম ঘুরতে যাবার পথে দারিংবাড়ির কাছে দুর্ঘটনার কবলে পড়ে প্রাণ হারান ৬ জন। জখম হন প্রায় ৬০ জন।