আন্তর্জাতিক শৃঙ্খলা নষ্ট হচ্ছে : জিনপিং

Must read

ভ্যাটিকান সিটি ও বেজিং: যেন মধ্যযুগীয় বর্বরতা! ভেনেজুয়েলার বিপুল তেলের ভাণ্ডার কবজা করতে নিজেদের শক্তি প্রদর্শনের আধিপত্যবাদী নীতিতে ভেনেজুয়েলার বেনজির আগ্রাসন আমেরিকার। তা নিয়ে বিতর্কের মধ্যেই বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে নিন্দার ঝড়। কারাকাস আক্রমণ করে প্রেসিডেন্ট মাদুরোকে বন্দি করার সমালোচনায় সরব রাষ্ট্রসঙ্ঘ। এবার ভেনেজুয়েলার নাগরিকদের স্বাধীনতার অধিকার নিয়ে আশঙ্কা প্রকাশ করলেন পোপ লিও। প্রয়োজনে খ্রিস্টান সম্প্রদায়ের ধর্মগুরুদের হস্তক্ষেপের ইচ্ছাপ্রকাশ করেছেন তিনি। ভেনেজুয়েলার বাসিন্দাদের স্বার্থ বিঘ্নিত হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন পোপ লিও। তিনি বলেন, ভেনেজুয়েলায় সম্প্রতি যে ঘটনাগুলি ঘটেছে তা উদ্বেগের। ভেনেজুয়েলার মানুষের ভাল হওয়ার চিন্তাই সবার অগ্রাধিকার হওয়া উচিত। শান্তি প্রতিষ্ঠার মধ্যে দিয়ে যেন ভেনেজুয়েলার মানুষ বিচার ও শান্তি পান।
এদিকে, ভেনেজুয়েলায় মার্কিন হামলা ও মাদুরোর অপহরণের পর সরব হয়েছে চিনও। চিনের বিদেশমন্ত্রকের বিবৃতিতে বলা হয়েছে, যেভাবে ভেনেজুয়েলায় আধিপত্য প্রকাশ করেছে আমেরিকা তা আন্তর্জাতিক যুদ্ধ আইনের বিরোধী। সেইসঙ্গে এর ফলে সমগ্র লাতিন আমেরিকা ও ক্যারিবিয়ান এলাকায় শান্তির উপর এটা একটা বড় হুমকি। চিন এই আগ্রাসনের বিরোধিতা করছে। প্রতিক্রিয়া দিয়েছেন চিনের প্রেসিডেন্ট খোদ শি জিনপিংও (Xi Jinping)। সোমবার আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের সময় তিনি বিশ্বের বর্তমান ‘অস্থিরতা’ নিয়ে মন্তব্য করেছেন। ট্রাম্পের না করলেও বলেছেন, একতরফা আধিপত্যবাদে আন্তর্জাতিক শৃঙ্খলা ক্ষতিগ্রস্ত হচ্ছে। বর্তমানে বিশ্ব যে ধরনের পরিবর্তন এবং অস্থিরতার মধ্যে দিয়ে যাচ্ছে, তা এক শতাব্দীতেও দেখা যায়নি। কোনও দেশের জনগণ যে উন্নয়নের পথ বেছে নিয়েছেন, সকল রাষ্ট্রের উচিত তাকে সম্মান করা। আন্তর্জাতিক আইন এবং রাষ্ট্রসংঘের সনদ মেনে চলা উচিত সকলের। বিশেষত বৃহৎ শক্তিগুলির উচিত এক্ষেত্রে সামনে থেকে নেতৃত্ব দেওয়া।

আরও পড়ুন-গ্রিনল্যান্ড চাই, কলম্বিয়ার প্রেসিডেন্টকেও ছাড়ব না, একাধিক দেশকে হুমকি ট্রাম্পের

Latest article