তদন্তকারী অফিসারের সঙ্গে থাকবে বডি ক্যামেরা

কলকাতা পুলিশে নতুন কন্ট্রােল রুম

Must read

প্রতিবেদন : লক্ষ্য, যে কোনও জরুরি পরিস্থিতির দ্রুত মোকাবিলা। বিভিন্ন বিভাগের মধ্যে সমন্বয়কে আরও গতিশীল করে তোলা। আরও বিজ্ঞানসম্মত করে তোলা। এই কারণেই একটি নতুন কন্ট্রোল রুম পেতে চলেছে কলকাতা পুলিশ (KP- Kolkata Police)। সদর দফতর লালবাজারের মূল কন্ট্রোল রুমের সাপ্লিমেন্ট হিসেবে কাজ করবে এই নতুন কন্ট্রোল রুম। মহানগরীর সমস্ত সিসিটিভি ক্যামেরাগুলির পরিচালনা এবং নিয়ন্ত্রণ হবে এখান থেকেই। তবে লালবাজারে নয়, এই নতুন কন্ট্রোল রুম খোলা হচ্ছে রেসকোর্সের উল্টোদিকে কলকাতা পুলিশ (KP- Kolkata Police) ট্রেনিং স্কুলে। এরই পাশাপাশি কলকাতা পুলিশের সিদ্ধান্ত, প্রত্যেক তদন্তকারী অফিসারের সঙ্গে এবার থেকে থাকবে বডি ক্যামেরা। পোশাকের সঙ্গেই থাকবে মোবাইলের মতোই অত্যন্ত ছোট এই ক্যামেরা। খুন, ডাকাতির তদন্তে তো বটেই, ঘটনাস্থলের কথোপকথন, প্রত্যক্ষদর্শীর বিবরণ, পুলিশের সঙ্গে তর্কাতর্কি, এমনকী কোথাও আচমকা পরিদর্শনেও প্রাথমিক প্রমাণ হিসেবে কাজ করবে এই বডি ক্যামেরার ফুটেজ। পদস্থ অফিসাররা দূর থেকেই জিপিএসে তা পর্যবেক্ষণ করবেন। অর্ডার দেওয়া হচ্ছে মোট ৫০০ বডি ক্যামেরার। কী বিশেষত্ব হবে নতুন কন্ট্রোল রুমের? কলকাতা শহরে ছড়িয়ে থাকা প্রায় ৭০০০ সিসিটিভি ক্যামেরা নিয়ে আসা হবে একই ছাতার তলায়। বিকেন্দ্রীকরণ নয়, নিখুঁত পরিচালনার লক্ষ্যে কেন্দ্রীভূত করা হবে গোটা অপারেটিং সিস্টেমকে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এখন কিছু সিসিটিভি ক্যামেরা নিয়ন্ত্রণের দায়িত্বে রয়েছেন স্পেশ্যাল ব্রাঞ্চের অফিসাররা। আবার বেশ কিছু ক্যামেরা পরিচালিত হয় বিভিন্ন ডেপুটি কমিশনার অফ পুলিশ বা ডিসি অফিস থেকে। একইভাবে ভাগ করা আছে ক্যামেরা রক্ষণাবেক্ষণের দায়িত্বও। কলকাতা পুলিশের ট্রাফিক বিভাগও এ ব্যাপারে অত্যন্ত তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এই বিকেন্দ্রীকরণের একদিকে যেমন কিছু সুবিধে আছে, ঠিক তেমনই রয়েছে কিছু অসুবিধেও। কিন্তু সমস্ত অপারেশনটা একই জায়গা থেকে পরিচালিত হলে সমন্বয়টা অনেক জোরদার হবে। কোথাও খুন বা ডাকাতি বা অন্য কোনও অপরাধমূলক ঘটনায় পুলিশ অ্যাকশন নিতে পারবে অত্যন্ত দ্রুত। সুবিধে হবে কিনারা করতে। আবার কোথাও দুর্ঘটনা ঘটলে যানজট প্রায় অবশ্যম্ভাবী। দু’টি ক্ষেত্রেই কর্তব্য পালনে বাড়তি অক্সিজেন পাবে পুলিশ। একই কথা প্রযোজ্য রাজনৈতিক আন্দোলন, ভিআইপি সিকিউরিটি কিংবা উৎসবে ভিড় নিয়ন্ত্রণের ক্ষেত্রেও। সিসিটিভি ফুটেজ পেতেও অসুবিধে হবে না পুলিশের বিভিন্ন বিভাগের অফিসারদের। কারণ, সব ব্যাপারেই সুনির্দিষ্ট দায়িত্ব বণ্টন করা হবে নয়া কন্ট্রোল রুমের বিভিন্ন দফতরের মধ্যে। শীর্ষ আধিকারিকদের সিদ্ধান্ত নিতেও অনেক সুবিধে হবে। স্বাভাবিকভাবেই কলকাতা পুলিশের দক্ষতা বৃদ্ধিতেও অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে এই নতুন কন্ট্রোল রুম।

আরও পড়ুন: বিজেপির সম্প্রদায়িক রাজনীতির জবাব, সম্প্রীতির পুজো কাঁথিতে

Latest article