জাতীয়

জল সমস্যার ইস্যু উপেক্ষিতই

প্রতিবেদন : রাজস্থান বিধানসভা নির্বাচন উপলক্ষে বিভিন্ন দলের ইস্তাহার প্রতিশ্রুতির মধ্যে কোথাও নেই বছরের পর বছর ধরে চলে আসা জলের সমস্যার হাত থেকে মুক্তির প্রতিশ্রুতি। ৫ রাজ্যের বিধানসভা নির্বাচনের তৃতীয় পর্যায়ে শনিবার মরুরাজ্য রাজস্থানের নির্বাচন।

আরও পড়ুন-আশার আলো, আর কয়েক ঘণ্টা

ইতিমধ্যেই মিজোরাম, ছত্রিশগড়, মধ্যপ্রদেশে শেষ হয়েছে বিধানসভা ভোট। পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনকে ২০২৪ সালের লোকসভা নির্বাচনের মহড়া হিসাবে বিবেচনা করে জনসাধারণের মন জয় করার জন্য চলছে প্রতিশ্রুতির জোয়ার। কংগ্রেস-শাসিত রাজস্থানের ভোটে মূল দুই প্রতিদ্বন্দ্বী বিজেপি এবং কংগ্রেস। স্বাভাবিকভাবেই কর্মসংস্থান, নারী উন্নয়ন, এলপিজি গ্যাসের দাম কমানো সহ একাধিক প্রতিশ্রুতি দিয়েছে দুই দলই। কিন্তু রাজস্থানের মূল সমস্যা পানীয় জলের ইস্যু কার্যত অবহেলিত থেকে গিয়েছে।
মরুরাজ্যের একাধিক গ্রামের মানুষ চাষাবাদ এবং পানীয় জলের উৎস হিসেবে বৃষ্টির জলের উপর নির্ভরশীল।

আরও পড়ুন-ধাক্কা খেল এনআইএ, মামলা কাড়ল সুপ্রিম কোর্ট ছত্তিশগড়ে ঝিরাম ঘাটি গণহত্যা

স্বাধীনতার ৭৫ বছর পরও রাজস্থানের বহু গ্রামেই নেই পানীয় জল। রাজ্যের শেখাওয়াটি অঞ্চলে জল সংকট একটি গুরুতর সমস্যা। এখানকার গ্রামের পর গ্রাম চাষাবাদ ও পানীয় জলের উৎস হিসেবে বৃষ্টির জলের উপর নির্ভরশীল। এক বছর বৃষ্টি না হলেই ঘরের মহিলাদের জল আনতে কয়েক কিলোমিটার হেঁটে যেতে হয়। অথচ কোনও দলের প্রতিশ্রুতিতেই গুরুত্ব পায়নি রাজস্থানের এই জ্বলন্ত সমস্যার কথা।

আরও পড়ুন-ইতিমধ্যে ৫৭ হাজার বাড়িতে প্রশাসন পৌঁছে দিয়েছে পানীয় জল

ইস্টার্ন রাজস্থান ক্যানেল প্রজেক্ট (ইআরসিপি) চম্বল অববাহিকা থেকে বর্ষার উদ্বৃত্ত জলকে কাজে লাগানোর জন্য তৈরি হলেও প্রকল্পটি বছরের পর বছর ধরে রাজনৈতিক দ্বন্দ্বে জর্জরিত। একদিকে যখন কংগ্রেসের পক্ষ থেকে অভিযোগ তোলা হচ্ছে যে ইচ্ছাকৃতভাবে ইআরসিপিকে জাতীয় মর্যাদা দেওয়ার অনুমতি দিচ্ছে না কেন্দ্র, তখন বিজেপি অভিযোগ করেছে রাজ্যের শাসক দল প্রকল্পটি বাস্তবায়নের জন্য গঠনমূলক পদক্ষেপ নেওয়ার পরিবর্তে ছেঁদো রাজনীতি করছে। এমনকী রাজস্থানের তথাকথিত অভিজাত এলাকার বাসিন্দাদেরও অভিযোগ, তাঁরা প্রতি তিনদিন পর পর জলের সরবরাহ পান। রাজস্থানের আলওয়ার (গ্রামীণ) থেকে কংগ্রেস প্রার্থী টিকারম জুলি (যিনি অশোক গেহলট সরকারের মন্ত্রীও ছিলেন) স্বীকার করেছেন, জলসংকট এখানকার মূল সমস্যা। রাজ্য সরকার প্রতিশ্রুতি দিয়েছে, ইআরসিপির মাধ্যমে আলওয়ারে জল সরবরাহ করা হবে।

Jago Bangla

Recent Posts

আরও একধাপ এগোলেন! ভ্যান্স-রুবিওকে সঙ্গে নিয়ে গ্রিনল্যান্ড দখল ট্রাম্পের

গ্রিনল্যান্ড (Greenland_Donald Trump) দখলে মরিয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার একধাপ এগিয়ে মঙ্গলবার ট্রাম্প তাঁর…

2 hours ago

নিজের কেবিনে একাধিক মহিলার সঙ্গে অশ্লীল আচরণ, সাসপেন্ড পুলিশকর্তা

এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…

5 hours ago

রাজ্যে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা

প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…

5 hours ago

সর্বকনিষ্ঠ সভাপতি, নেপথ্যে কোন অঙ্ক?

নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…

5 hours ago

সিআরপিএফ ক্যাম্পে অমানুষিক নির্যাতনের শিকার নাবালিকা, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করল ক্ষুব্ধ তৃণমূল

নয়ডা : ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে এখন নারী-নিরাপত্তার নামে যে কতবড় প্রহসন চলছে তা আরও…

5 hours ago

‘তোমার ভয় নেই মা আমরা প্রতিবাদ করতে জানি’

দেশের সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতেই হত। এত সাধারণ মানুষের ভোগান্তি যেন সহ্যের সব…

5 hours ago