মোহালি, ৭ মার্চ : মোহালিতে ১০০ টেস্টের নানা মুহূর্তের ছবি ভিডিওতে ছড়িয়ে দিয়ে বিরাট কোহলি লিখেছেন, ‘ইউ হ্যাভ মেড মাই জার্নি বিউটিফুল!’
রবিবার মোহালিতে তিনদিনেই টেস্ট জিতেছে ভারত। জয়ের পর ট্যুইটারে এই ভিডিও বার্তা দিয়েছেন সদ্যপ্রাক্তন ভারত অধিনায়ক। যেখানে তিনি সতীর্থ, কোচ, বিসিসিআই ও স্ত্রী অনুষ্কা শর্মাকে পাশে থাকার জন্য ধন্যবাদ জানিয়েছেন। লিখেছেন, একশো টেস্টের এই যাত্রাপথ সুন্দর হয়েছে এঁদের সবার জন্যই।
আরও পড়ুন-রোগা হতে তরল খাবার খাচ্ছিলেন ওয়ার্ন, ময়নাতদন্তে স্বাভাবিক মৃত্যুই
বিরাট মোহালিতে ৪৫ রান করেছেন। ভারত ইনিংসে জেতায় দ্বিতীয় ইনিংসে ব্যাট করার সুযোগ পাননি। তবে প্রথম দফায় বিরাট যেভাবে ব্যাট করেছেন তাতে পণ্ডিতরা বলেছেন কিং কোহলি কিছুই হারাননি। খেলার পর বিরাট যে ভিডিওটি ট্যুইটারে পোস্ট করেছেন, তাতে টেস্টের কিছু মুহূর্তও রয়েছে। আছে উইকেট পতনের মতো ঘটনাও। আছেন কোচ, সতীর্থরাও। বিরাট লিখেছেন, ‘এখানে আসার রাস্তা অনেক লম্বা ছিল। ওঠা-নামার সঙ্গে অনেক কিছু শেখারও ছিল। আর কোনওভাবে এটা সম্ভব ছিল না। সবাইকে ধন্যবাদ। আমার সতীর্থ, কোচ, পরিবার, বিসিসিআই। সবাই আমার যাত্রাপথ সুন্দর করেছেন। ক্রমশ এগিয়ে যেতে সাহায্য করেছেন। আমাকে উপরে উঠতে দিয়েছেন।’
আরও পড়ুন-ওয়ার্নের আগে মুরলী বলে প্রশ্নের মুখে সানি
বিরাটের একশো টেস্টে বিসিসিআই থেকে শুরু করে প্রাক্তনদের অনেকে তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন। মোহালিতে টেস্টের প্রথমদিন তাঁকে বোর্ডের পক্ষ থেকে অভিনন্দন জানিয়েছেন কোচ রাহুল দ্রাবিড়।