অংশুমান চক্রবর্তী: ১৯৭৩ সালে মুক্তি পেয়েছিল হৃষিকেশ মুখোপাধ্যায়ের ‘অভিমান’। অমিতাভ বচ্চন, জয়া বচ্চন অভিনীত ছবিটি এবারের কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের (KIFF 2022) উদ্বোধনী ছবি। দেখানো হবে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে। এই বছর হৃষিকেশ মুখোপাধ্যায়ের জন্মশতবর্ষ। উৎসবে থাকছে তাঁর আরও কিছু ছবি। পাশাপাশি শতবর্ষ উদযাপিত হবে অ্যালেন রেসনাইস, পিয়ার পাওলো পাসোলিনি, মাইকেল ক্যাকোয়ানিস, অসিত সেন, ভারতী দেবী, কে আসিফ, আলি আকবর খান, দিলীপ কুমারের। রেট্রোস্পেকটিভে থাকছেন অমিতাভ বচ্চন। বাংলা প্যানোরামা বিভাগে দেখানো হবে ‘ঘাসজমি’, ‘নীতি শাস্ত্র’, ‘তরঙ্গ’, ‘আকরিক’, ‘ইকিড় মিকিড়’, ‘উত্তরণ’, ‘শহরের উষ্ণতম দিন’-এর মতো ছবি। সেইসঙ্গে দেশ-বিদেশের আরও কিছু সাড়া জাগানো ছবি দেখার সুযোগ পাবেন দর্শকরা। সম্প্রতি ঝড় তুলেছে মেজবাউর রহমান সুমন পরিচালিত ‘হাওয়া’। চঞ্চল চৌধুরী অভিনীত বাংলাদেশের ছবিটি এই উৎসবে (KIFF 2022) রয়েছে আকর্ষণের কেন্দ্রে। বাংলাদেশের পরিচালক মুহাম্মদ কায়াম-এর ‘দ্য গোল্ডেন উইংস অফ ওয়াটারককস’ ছবিটি ঘিরেও আগ্রহ তৈরি হয়েছে। গৌতম ঘোষ তৈরি করেছেন ‘মুজিব ইন ক্যালকাটা’। ছবিটি থাকছে উৎসবে। এছাড়াও শহরের বিভিন্ন প্রেক্ষাগৃহে দেখা যাবে ইরানের ‘সাইলেন্ট গ্লোরি’, রাশিয়ার ‘ফার্স্ট শো’, জার্মানির ‘ইওরোপ’, ফ্রান্সের ‘ডার্টি ডিফিকাল্ট ডেঞ্জারাস’, ব্রাজিলের ‘রুল ৩৪’, স্পেনের ‘পারসন ৭৭’, পাকিস্তানের ‘জয়ল্যান্ড’ প্রভৃতি উল্লেখযোগ্য ছবি। পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি বিভাগ আয়োজিত এই চলচ্চিত্র উৎসব চলবে আজ থেকে ২২ ডিসেম্বর পর্যন্ত।
আরও পড়ুন-কাশির সঙ্গে পাল্লা দিই