খেলা

জেতা ছাড়া রাস্তা নেই নাইটদের

নয়াদিল্লি, ২৮ এপ্রিল : আরসিবির কাছে হেরে দিল্লি ক্যাপিটালস কি কিছুটা চাপে? হারের ব্যবধান বেশ বড়। তারা হেরেছে ৬ উইকেটে।
কোটলায় মঙ্গলবার কেকেআর (KKR) মুখোমুখি হবে দিল্লির। আগের ম্যাচের হারে অক্ষর প্যাটেলরা যদি চাপে থাকেন, তাহলে সেটা নাইটদের অ্যাডভান্টেজ। আরেকটা লক্ষণীয় বিষয় হল দিল্লির লম্বা ব্যাটিং লাইন আপ আরসিবির সামনে ১৬২-র বেশি তুলতে পারেনি। এত ভাল ব্যাটিং নিয়েও তাদের কেউ পঞ্চাশে যায়নি। সবথেকে বেশি রান রাহুলের ৪১।
তবে এইসব তথ্য কেকেআরকে (KKR) খুব বেশি উৎসাহ জোগাতে পারছে না। তাদের সামনে আকাশ-ছোঁয়া চ্যালেঞ্জ। বাকি পাঁচ ম্যাচের সবকটিতে জিতলে প্লে অফের দরজা খুলবে। এমন নয় যে আইপিএলে এসব হয় না। আলবাত হয়। মুম্বই যেমন টানা পাঁচ ম্যাচ জিতে ১২ পয়েন্ট নিয়ে তিনে উঠে এসেছে। কিন্তু এই কেকেআরকে দেখে মনে হচ্ছে না তেমন লড়তে পারবে। শাহরুখ খানের বার্তা দলের মধ্যে বাড়তি জোশ এনে দিলে অন্য কথা।
কোটলা ছোট মাঠ। প্রচুর বাউন্ডারি হওয়ার কথা। কিন্তু আগের ম্যাচে এখানে লো স্কোরিং হয়েছে। প্রচণ্ড গরমে উইকেট হয়তো স্লো হয়েছে, কিন্তু দিল্লির ইনিংসে সিমাররা বেশি ছড়ি ঘুরিয়েছেন। ভুবনেশ্বর, হ্যাজলউড, যশ দয়াল মিলে দিল্লির ছটি উইকেট নিয়েছেন নিয়েছেন। আবার আরসিবি যে চারটি উইকেট হারিয়েছিল, তার মধ্যে তিনটিই স্পিনাররা নেন।

আরও পড়ুন- ক্লাব নির্বাচনের আগে চমক, সভাপতির চেয়ারে ইস্তফা টুটু বোসের

ফলে উইকেট নিয়ে ধাঁধা থাকছে। নাইটদের জন্য বড় চাপ হতে পারে আগের বছর তাদের হয়ে খেলে যাওয়া মিচেল স্টার্ক। রাতের ম্যাচে উইকেট শুরুতে যেটুকু সুবিধা দেবে তাতে তিনি বিপজ্জনক ভূমিকা নিতে পারেন। কেকেআরের আরেক সমস্যা টপ অর্ডার ব্যর্থতা। রাহানে ছাড়া কাউকে দেখে মনে হচ্ছে না রান করতে পারেন। মিডল ওভারে রিঙ্কু, ভেঙ্কটেশকে রান করতেই হবে। পাওয়েল কী করেন নজর থাকবে। তাঁকে বেশি বল খেলার সুযোগ দিতে হবে। যা রাসেলের ক্ষেত্রে হচ্ছে না।
পরিস্থিতি বলছে নরখিয়াকে খেলানো দরকার। কিন্তু তাতে বিদেশি কমাতে হবে। গুরবাজকে বসিয়ে লভনিতকে খেলালে নরখিয়ার জায়গা হতে পারে। মঈনের সুযোগ কম ছোট মাঠ বলে। কিন্তু বরুণ আর নারিন একেবারে ছন্দে নেই। এটা অবশ্যই চিন্তার কারণ। প্রশ্ন আরও থাকছে। বৈভব ও হর্ষিত কবে দলকে জেতাবেন? সঙ্গে এটাও বলার, চেতন শাকারিয়াকে পাঞ্জাব ম্যাচে দেখে মনে হয়নি তিনি সাংঘাতিক কিছু করে ফেলবেন। সাত পয়েন্ট নিয়ে কেকেআর এখন সাতে। দিল্লি চারে। পরিস্থিতির বিচারে স্থানীয় দল সুবিধাজনক জায়গায়। নাইটদের জন্য এখন সব ম্যাচ নক আউট। হারলেই বিদায় ঘণ্টা বেজে যাবে আইপিএল ২০২৫ থেকে। ফলে কঠিন পরিস্থিতিতে আজ মাঠে নামতে হবে রাহানেদের।

Jago Bangla

Recent Posts

নিজের কেবিনে একাধিক মহিলার সঙ্গে অশ্লীল আচরণ, সাসপেন্ড পুলিশকর্তা

এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…

3 hours ago

রাজ্যে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা

প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…

3 hours ago

সর্বকনিষ্ঠ সভাপতি, নেপথ্যে কোন অঙ্ক?

নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…

3 hours ago

সিআরপিএফ ক্যাম্পে অমানুষিক নির্যাতনের শিকার নাবালিকা, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করল ক্ষুব্ধ তৃণমূল

নয়ডা : ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে এখন নারী-নিরাপত্তার নামে যে কতবড় প্রহসন চলছে তা আরও…

3 hours ago

‘তোমার ভয় নেই মা আমরা প্রতিবাদ করতে জানি’

দেশের সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতেই হত। এত সাধারণ মানুষের ভোগান্তি যেন সহ্যের সব…

4 hours ago

হাড় নিরাময়কারী আঠা

অর্থোপেডিক সার্জারির এক নতুন দিগন্ত। হাড় বা অস্থি, দেহের অন্যতম শক্ত অংশ যা আমাদের শরীরের…

4 hours ago