প্রতিবেদন : ট্রিনবাগো নাইট রাইডার্সের মেন্টর হলেন ঝুলন গোস্বামী। মেয়েদের ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে তিনি নাইটদের দায়িত্ব সামলাবেন।
২০২২-এ ২০ বছরের লম্বা কেরিয়ার শেষ করে ‘চাকদা এক্সপ্রেস’ ঝুলন বর্তমানে ক্রিকেটের সঙ্গে নানাভাবে যুক্ত রয়েছেন। মেয়েদের আইপিএলেও তাঁকে মেন্টর হিসাবে দেখা গিয়েছিল। ভারতীয় মহিলা ক্রিকেট দলের প্রাক্তন মহাতারকা তাঁর নতুন দায়িত্ব সম্পর্কে বলেছেন, আমার কাছে এটা বিরাট সম্মান। এরকম একটা ফ্র্যাঞ্চাইজির সঙ্গে কাজ কাজের সুযোগ পাওয়া খুব বড় ব্যাপার। আমি ট্রিনবাগো নাইট রাইডার্সের মেন্টরের ভূমিকা পালনের জন্য মুখিয়ে আছি। ঝুলন আরও জানান, শাহরুখ খানের সঙ্গে দেখা হওয়াটা সবসময়েই খুব স্পেশাল। তিনি ট্রিনবাগোর খেলা দেখতে সমর্থকদের মাঠে আসার আহ্বান জানিয়েছেন।
আরও পড়ুন-জম্মু-কাশ্মীরের ডোডায় ২০০ ফুট গভীর খাদে পড়ল বাস, মৃত ২
ট্রিনবাগো নাইট রাইডার্স ২২-২৭ অগাস্টের মধ্যে লিগের চারটি ম্যাচ খেলবে বার্বাডোজ রয়ালস ও গায়েনা অ্যামাজন ওয়ারিয়র্সের বিরুদ্ধে। ফাইনাল হবে ২৯ আগস্ট তারুবাতে। ঝুলনের দল এবার বেশ কিছু তারকা ক্রিকেটারকে নিয়েছে। ট্রিনবাগো নাইট রাইডার্স দলে এবার খেলবেন দিয়ান্দ্রা ডটিন, মেগ ল্যানিং, জেস জোনাসেন, জেমাইমা রডরিগেজ, শিখা পান্ডের মতো খেলোয়াড়রা। কেকেআর সিইও ভেঙ্কি মাইসোর বলেছেন, ঝুলনের মতো আইকনিক ফিগার দলে থাকায় এবার ভাল ফল করবেন।