প্রতিবেদন : দক্ষিণ আমেরিকার আর্জেন্টিনা দেশটি সাহিত্য, সংস্কৃতি, এবং ইতিহাসের জন্য বিশ্ববিখ্যাত। এবার সেই ছোঁয়া পাচ্ছে কলকাতা আন্তর্জাতিক বইমেলা (Kolkata Book Fair)। আর্জেন্টিনার খ্যাতনামা সাহিত্যিকদের কাজ ও তাঁদের কাব্যিক শক্তি বিশেষ গুরুত্ব পাবে এবারের বইমেলায়। প্রতিবছরের মতো এবারও বইমেলা বিশ্বের নানা দেশের বই, সাহিত্য, ও সংস্কৃতিকে একসাথে সম্মিলিত করবে। ২২ জানুয়ারি করুণাময়ী ময়দানে বইমেলার উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিভিন্ন ধরনের স্টলে স্থান পাবে ছোট-বড় প্রকাশন সংস্থাগুলি, যেখানে থাকবে বাংলা-সহ বিভিন্ন ভাষার বই। বিশেষ করে বাংলা সাহিত্যের সমৃদ্ধ ইতিহাস এবং আধুনিক সাহিত্য সম্পর্কিত বইয়েরও বিশাল সম্ভার থাকবে পরিপূর্ণ।
আরও পড়ুন-তথ্য চুরি করতে এসেছিল ইডি! ‘ডিজিটাল যোদ্ধা’ কনক্লেভে বিস্ফোরক অভিষেক
এবারও আন্তর্জাতিক কলকাতা বইমেলা (Kolkata Book Fair) সরাসরি ভার্চুয়ালি দেখা যাবে সোশ্যাল মিডিয়া পেজ ও ওয়েবসাইটের মাধ্যমে। যাঁরা বইমেলায় আসতে পারবেন না, তাঁরা ঘরে বসেই উপভোগ করতে পারবেন বইমেলার প্রধান প্রধান অনুষ্ঠান। আন্তর্জাতিক কলকাতা বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সেই দেশের বিশিষ্ট সাহিত্যিক গুস্তাবো কানসোব্রে এবং ভারতে নিযুক্ত আর্জেন্টিনার মাননীয় রাষ্ট্রদূত মারিয়ানো কাউসিনো। বইমেলায় ২৫ জানুয়ারি উদযাপন করা হবে থিম কান্ট্রি আর্জেন্টিনা দিবস। প্রতিবছরের মতো বইমেলায় সরাসরি ও যৌথভাবে আন্তর্জাতিক কলকাতা বইমেলায় অংশগ্রহণ করছে প্রায় ২০টি দেশ। এছাড়া ভারতের বিভিন্ন প্রান্ত— যেমন দিল্লি, অসম, ত্রিপুরা, বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা থেকেও আসছে প্রকাশনা সংস্থা।

