প্রতিবেদন: শীতের উত্তরে হাওয়া গায়ে মেখে যদি টানটান উত্তেজনায় মোড়া রহস্যের সিনেমা দেখা যায় তাহলে এর থেকে ভালো অবসর কাটানোর রসদ বোধ হয় আর কোনও কিছুতেই নেই। তাই এবারের কলকাতা আন্তর্জাতিক চিলড্রেন্স ফিল্ম ফেস্টিভ্যালের (Kolkata International Children’s Film Festival) থিম ‘ট্রেজার হান্ট’। এবারে ২৩ জানুয়ারি থেকে শুরু হচ্ছে কলকাতা আন্তর্জাতিক চিলড্রেন’স ফিল্ম ফেস্টিভ্যাল (Kolkata International Children’s Film Festival)। চলবে ২৯ জানুয়ারি পর্যন্ত। শিশু কিশোর আকাদেমির উদ্যোগে আয়োজিত চলচ্চিত্র উৎসব এবার ১২ বছরে পা দিল। এদিন উৎসবের আগে সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন তথ্য ও সংস্কৃতি দফতরের মন্ত্রী ইন্দ্রনীল সেন, শিশু-কিশোর একাডেমির চেয়ারম্যান অর্পিতা ঘোষ সহ দফতরের অন্যান্য আধিকারিকরা। এবার সোনার কেল্লা দিয়ে শুরু হবে চলচ্চিত্র উৎসব। গোটা নন্দন চত্বর সেজে উঠবে থিমের সঙ্গে সামঞ্জস্য রেখে। চলতি বছর অভিনবত্বের ভরা থাকবে চলচ্চিত্র উৎসব। ফেলুদার ৬০ বছর হওয়ার দরুন এবার বেশিরভাগ দেখানো হবে ফেলুদার সিনেমা। অপরদিকে শতবর্ষে সম্মান জানানো হবে সলিল চৌধুরী, সন্তোষ দত্ত এবং তৃপ্তি মিত্রকে। যেহেতু এবারের থিম রহস্য তাই এই ধরনের সিনেমায় দেখানো হবে বেশিরভাগ ক্ষেত্রে। ৩২ টি দেশের ১০৮ টি সিনেমা প্রদর্শিত হবে সপ্তাহ জুড়ে। নন্দন ১,২, ৩, রবীন্দ্রসদন, শিশির মঞ্চ, চলচ্চিত্র শতবর্ষ ভবন, রবীন্দ্র ওকাকুরা ভবন এবং রবীন্দ্রতীর্থে দেখানো হবে ছবি।
আরও পড়ুন-চাপ কমাতে শিক্ষকদের কাজের সময় বেঁধে দিল সংসদ
কিছুদিন আগেই রূপ কলা কেন্দ্রের সঙ্গে যোগসাজস করে ছোটদের নিয়ে দুটি ওয়ার্কশপ করা হয়েছিল। সেখানে সেখানে হয়েছিল মোবাইলে কিভাবে সিনেমা তৈরি করা যায়। তেমনি ৪০টি মোবাইল ফিল্ম দেখানো হবে এবং সেখান থেকে শ্রেষ্ঠ তিনটি ছবিকে পুরস্কৃত করা হবে।
মন্ত্রী ইন্দ্রনীল সেন জানান, এবছর ২৩ জানুয়ারি সরস্বতী পুজো এবং ফিল্ম ফেস্টিভাল শুরুর দিন একসঙ্গে পড়েছে। এছাড়াও সেদিন নেতাজীর জন্মদিন রয়েছে। তাই সব মিলিয়ে এবারের চলচ্চিত্র উৎসবে অনেক বেশি জনসমাগম হবে বলে আশা করা যাচ্ছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে অনেক ধন্যবাদ এই ধরনের একটি উৎসব তিনি শুরু করেছেন বলে।
অর্পিতা ঘোষ জানান, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় ২০১১ সাল থেকে এই চলচ্চিত্র উৎসব শুরু হয়েছে।। বাংলা ভাষার ছবিকেই এবার বেশি গুরুত্ব দেওয়া হয়েছে।। বাংলা ভাষার ব্যাপ্তি এবং সর্বগ্রাহিতা এতটাই বেশি যে ফিল্ম ফেস্টিভেলও সেই ধারাকে বজায় রাখার চেষ্টা করেছি। এছাড়াও গগনেন্দ্র প্রদর্শনশালায় গুপ্তধনের অভিযান বলে একটি প্রদর্শনীও করা হবে।

