সংবাদদাতা, পুরুলিয়া ও ঝাড়গ্রাম : কোনও শর্ত ছাড়াই সাধারণ মানুষের বাড়তে থাকা ক্ষোভ এবং কিছুটা প্রশাসনিক চাপে টানা ১০০ ঘণ্টা অবরোধের পর অবশেষে পুরুলিয়ার কুস্তাউর ও পশ্চিম মেদিনীপুরের খেমাশুলি স্টেশন থেকে অবরোধ প্রত্যাহার করল আদিবাসী কুড়মি সমাজ (Kurmi Protest)। রবিবার পুরুলিয়ার কোটশিলা স্টেশনেও অবরোধ শুরু হয়েছিল, তাও উঠেছে। খেমাশুলিতে পথ-অবরোধ অবশ্য তোলা হয়নি। তবে আজ, সোমবার তারা ঝাড়গ্রামে প্রশাসনিক কর্তাদের সঙ্গে বৈঠকে বসছে। কুড়মি সমাজের একটি সংগঠন ঘাঘর ঘেরা কর্মসূচিতে সাইকেলে পুরুলিয়া থেকে কলকাতা সিআরআই দফতর অভিযান শুরু করেছে। এর সমর্থনে পথ-অবরোধ চলবে, জানিয়েছেন আন্দোলনকারীরা। রেল জানিয়েছে, রবিবার বেলা এগারোটা নাগাদ অবরোধ উঠলেও রেল চলাচল স্বাভাবিক হতে একদিন লাগবে। দক্ষিণ-পূর্ব রেল ৭৩টি ট্রেন বাতিল বা যাত্রাপথ পরিবর্তন করেছে। রবিবার পশ্চিম মেদিনীপুরের জেলাশাসক, পুলিশ সুপার ও প্রশাসনিক কর্তাদের সঙ্গে প্রাথমিক আলোচনার পর অবরোধ আন্দোলন শিথিল করার সিদ্ধান্ত নিয়েছেন কুড়মি নেতৃবৃন্দ। খেমাশুলিতে রাতেই রেল অবরোধ (Kurmi Protest) তুলে নেওয়া হয়।
আরও পড়ুন- অভিষেকের নির্দেশের ২৪ ঘণ্টার মধ্যেই চিঠি পাঠানো শুরু