কয়লা উত্তোলনের জন্য ইসিএল-কে জমি দেওয়া হবে, সিদ্ধান্ত মন্ত্রিসভার বৈঠকে

ইসিএল-এর ১লক্ষ ৩০হাজার কর্মী ছিলেন। কিন্তু কয়লাখনি বন্ধ হওয়ায় তাঁরা চাকরি হারিয়েছেন। পাশাপাশি চলছে অবৈধ কয়লা খনি

Must read

সোমবার, বৈঠকের পরে রাজ্যের শ্রমমন্ত্রী মলয় ঘটক (Malay Ghatak) জানান, কর্মসংস্থানের লক্ষ্যে ও শিল্পের সম্প্রসারণ করতে একটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাজ্যে খনি শিল্পের নব দিগন্ত আনতে নতুন পিট তৈরি ও কয়লা খাদান সম্প্রসারণের জন্য ইস্টার্ন কোলফিল্ড বা ECLকে জমি দেওয়ার সিদ্ধান্ত গৃহীত হল রাজ্য মন্ত্রিসভার বৈঠকে।

আরও পড়ুন-ইন্দাস: বজ্রপাতে মৃতদের পরিবারের পাশে অভিষেক, দেখা করলেন আহতদের সঙ্গেও

ইসিএল-এর ১লক্ষ ৩০হাজার কর্মী ছিলেন। কিন্তু কয়লাখনি বন্ধ হওয়ায় তাঁরা চাকরি হারিয়েছেন। পাশাপাশি চলছে অবৈধ কয়লা খনি। এই সব সমস্যা সরিয়ে সঠিকভাবে কর্ম সংস্থান চান মুখ্যমন্ত্রী। খাদান সম্প্রসারণ করার জন্য প্রয়োজনীয় জমির মধ্যে সরকারি জায়গা রয়েছে। ইস্টার্ন কোল ফিল্ড কয়লা খনি চালু করার জন্য কিছু জমি চায়। ৬টি এলাকায় ইসিএলের খাদান সম্প্রসারণ থমকে গিয়েছিল। সেই সমস্যা সমাধানে আসানসোলের (Asansol) ৬টি এলাকায় ইসিএলকে জমি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নবান্ন।

আরও পড়ুন-কেন্দ্রের বঞ্চনার প্রতিবাদে শিলিগুড়িতে ৩২ ঘণ্টার ধর্না শুরু তৃণমূল মহিলা কংগ্রেসের

• ডালুর বাঁধ পাণ্ডবেশ্বরে ১৫.৫১ একর
• আসানসোলে ২.৫১ একর
• কেন্দা ২.৮১
• জাম গ্রাম ২.৫৬
• রানিগঞ্জে ১.২৫৬

জমি দেওয়া হয়েছে। এই কয়লাখনি শুরু হলে উৎপাদন বাড়বে। এই খনিতে প্রচুর কর্ম সংস্থান হবে। একটা প্যাচে ২০০০-এর কাছাকাছি মানুষের চাকরি হয়।

আরও পড়ুন-বজবজে বিস্ফোরণ: গ্রেফতার ৩৬, উদ্ধার কয়েক কিলো বারুদ

পণ্য পরিবহণের জন্য ফ্রেট করিডোর তৈরিতে পূর্ব রেলকেও জমি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জাম গ্রামে ২.৫৬ একর ও আসানসোল পুর এলাকায় ১.৯৫ একর জমি দেওয়া হবে রেলকে।

Latest article