প্রতিবেদন : জনস্রোতে শেষবিদায় আর রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হল প্রয়াত সুব্রত মুখোপাধ্যায়ের শেষকৃত্য। শুক্রবার বিকেলে কেওড়াতলা মহাশ্মশানে। সকালে তাঁর মরদেহ শায়িত ছিল রবীন্দ্রসদনে। মাল্যদান করেন তৃণমূল কংগ্রেস-সহ বিভিন্ন দলের নেতৃবৃন্দ। সমাজের বিভিন্ন অংশের মানুষ। জনতার ঢল প্রমাণ করে দেয় সুব্রতবাবুর জনসংযোগ ছিল কতটা নিবিড়। এরপর মরদেহ নিয়ে যাওয়া হয় বিধানসভা ভবনে। রাজ্যপাল, অধ্যক্ষ, পরিষদীয় পদাধিকারীরা মালা দেন। এরপর মরদেহ নিয়ে যাওয়া হয় বাড়িতে এবং একডালিয়া এভারগ্রিন ক্লাবের প্রাঙ্গণে। সেখান থেকে শেষযাত্রা কেওড়াতলা মহাশ্মশানের উদ্দেশে। ততক্ষণে সেখানে পৌঁছে গিয়েছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। কেওড়াতলায় শ্রদ্ধা জানান অভিষেক। গান স্যালুট দেয় কলকাতা পুলিশ। শেষকৃত্য সম্পন্ন হয় প্রয়াত নেতার। ভারাক্রান্ত মনে দূর থেকেই সব সম্মানের ব্যবস্থা করে দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সারাদিনই নজর রেখে প্রয়োজনীয় নির্দেশ দেন তিনি। যোগাযোগ রাখেন ছন্দবাণী মুখোপাধ্যায়ের সঙ্গেও।
আরও পড়ুন-ইন্দিরাজির সঙ্গে সেদিন সেই কপ্টারে