সাংবিধানিক যোগ্যতার সীমা লঙ্ঘন করেছেন আইনমন্ত্রী

আইনজীবীদের চিঠিতে রিজিজুর নিন্দা করে আরও বলা হয়েছে, আইনমন্ত্রী সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতিদের সুনির্দিষ্টভাবে হুমকি দিয়েছেন।

Must read

প্রতিবেদন : বিচারবিভাগকে নজিরবিহীন আক্রমণ করায় কেন্দ্রীয় আইনমন্ত্রী কিরেন রিজিজুর কড়া সমালোচনা করলেন সুপ্রিম কোর্ট এবং দেশের বিভিন্ন হাইকোর্টের ৩২৩ জন আইনজীবী। এক খোলা চিঠিতে ওই আইনজীবীরা আইনমন্ত্রীকে অবিলম্বে তাঁর মন্তব্য প্রত্যাহার করতে হবে বলে দাবি জানিয়েছেন। চলতি মাসের ১৮ তারিখ দিল্লিতে এক অনুষ্ঠানে কেন্দ্রীয় আইনমন্ত্রী কিরেন রিজিজু মন্তব্য করেছিলেন, কিছু অবসরপ্রাপ্ত বিচারপতি ভারত-বিরোধী প্রচারের সঙ্গে যুক্ত। এঁরা অ্যান্টি-ইন্ডিয়া গ্যাংয়ের সদস্য। এঁদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন-বিধানসভায় বসে ব্লু-ফিল্ম দেখতে গিয়ে হাতেনাতে পাকড়াও বিজেপি বিধায়ক

খোলা চিঠিতে আইনজীবীরা এই প্রসঙ্গ উল্লেখ করে বলেছেন, এক সংবাদমাধ্যমের অনুষ্ঠানে রিজিজু সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতিদের বিরুদ্ধে যে মন্তব্য করেছেন তা অযৌক্তিক ও অসার। দেশের আইনমন্ত্রীর এই মন্তব্য চরম নিন্দনীয়। আইনের শাসন বজায় রাখার জন্য যাঁরা নিজেদের জীবন উৎসর্গ করেছেন তাঁদের বিরুদ্ধে দেশদ্রোহিতার অভিযোগ করা এবং প্রতিশোধের নগ্ন হুমকি দেওয়া একেবারেই ঠিক নয়। আইনমন্ত্রীর বক্তব্য তাঁর নিম্নরুচির পরিচয় বহন করে। স্বাক্ষরকারী আইনজীবীদের বক্তব্য, আইনমন্ত্রীর মনে রাখা উচিত, সরকার জাতি নয় এবং জাতি সরকার নয়। আইনমন্ত্রীকে অবিলম্বে তাঁর এই মন্তব্য প্রত্যাহার করতে হবে।

আরও পড়ুন-ভিক্ষুক হলেও স্ত্রীর খোরপোশের দায়িত্ব স্বামীরই : হাইকোর্ট

আইনজীবীদের চিঠিতে রিজিজুর নিন্দা করে আরও বলা হয়েছে, আইনমন্ত্রী সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতিদের সুনির্দিষ্টভাবে হুমকি দিয়েছেন। তিনি সাংবিধানিক যোগ্যতার সমস্ত সীমা লঙ্ঘন করেছেন। সংবিধানের প্রতি আনুগত্য বজায় রাখা এবং একজন মন্ত্রী হিসাবে আইন এবং ন্যায়বিচার রক্ষার শপথ নিয়েছেন রিজিজু। তারপরেও এমন দায়িত্বজ্ঞানহীন মন্তব্য করেন কীভাবে? আইনমন্ত্রী হিসাবে বিচারব্যবস্থা, বিচারবিভাগ এবং বিচারকদের রক্ষা করা তাঁর দায়িত্ব। আইনমন্ত্রী হিসাবে সেই দায়িত্ব পালনে তিনি ব্যর্থ হয়েছেন। চিঠিতে ৩২৩ জন স্বাক্ষরকারীদের মধ্যে রয়েছেন প্রবীণ আইনজীবী অভিষেক মনু সিংভি, কপিল সিবাল, অরবিন্দ দাতার, ইকবাল চাগলা, রাজু রামচন্দ্রন, দুষ্যন্ত দাভে, ইন্দিরা জয়সিং, রাজশেখর রাও, সঞ্জয় সিংভি প্রমুখ।

Latest article