প্রতিবেদন : বাংলা-সহ দেশের ৫৪৩টি লোকসভা আসনের গণনা চলছে। ফলাফলও বিকেলের মধ্যে প্রকাশ্যে চলে আসবে। সকাল থেকেই গণনা শুরু হয়ে গিয়েছে। তার প্রাক্কালে দলনেত্রী তথা তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় দলের নেতৃত্বের কাছে আত্মবিশ্বাসী বার্তা পাঠালেন। একদিকে এক্সিট পোলের মিথ্যাচারকে মাথা থেকে সরিয়ে দেওয়ার নির্দেশ, অন্যদিকে গণনাকে পাখির চোখ করে শেষ পর্যন্ত নজরদারি এবং দায়িত্ব পালন করতে নির্দেশ দিলেন নেত্রী। চারটি নির্দেশ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
আরও পড়ুন-বাস্তুতন্ত্রে কচ্ছপের জীবন বিপন্ন
এই নির্দেশ শুধু নেতৃত্বকে নয়, দলীয় কর্মীদের কাছেও পৌঁছে গিয়েছে। বিকেল থেকে রাত অবধি কাউন্টিং এজেন্ট মিটিংয়ে সোমবার সেই নির্দেশ চলে গিয়েছে কর্মীদের এবং পোলিং এজেন্টের কাছে। নেত্রীর বক্তব্য—
১. এক্সিট পোলের নামে যা হচ্ছে সব মিথ্যা, রাজনৈতিক চক্রান্ত। মানুষের রায়ের সঙ্গে এই এক্সিট পোলের কোনও সম্পর্ক নেই। এরা যেসব সম্ভাব্য আসনের কথা বলছে, গণনার পর দেখা যাবে তৃণমূল কংগ্রেস তার ডবল বা ডবলের বেশি আসন পাচ্ছে। তাই মিথ্যাচারে বিভ্রান্ত না হয়ে লক্ষ্যে অবিচল থাকুন।
২. মিথ্যাচারের এই সমীক্ষা ওরা করিয়েছে গণনাকে প্রভাবিত করার জন্য। তাই মাথা থেকে এসব বের করে দিন। গণনার কথাই মাথায় রাখুন।
৩. এজেন্টরা শুরু থেকে শেষ পর্যন্ত মাটি কামড়ে গণনার কাজ করুন। নির্বাচনী কর্তব্য পালনে এতটুকু শৈথিল্য নয়।
আরও পড়ুন-বাস্তুতন্ত্রে কচ্ছপের জীবন বিপন্ন
৪. এক-একটা লোকসভায় গড়ে ৭টি করে বিধানসভা থাকে। এমনও হতে পারে প্রতিপক্ষ লিড পেতে পারে এমন কোনও কোনও বিধানসভার ভোট গণনা ইচ্ছাকৃতভাবে আগে করা হতে পারে। সেই গণনা থেকে রটনা শুরু করে বাতাবরণ তৈরির চেষ্টা হবে। এগুলোকে গুরুত্ব দেবেন না। দুটো খোলার পর তৃতীয়টাতেই দল এগিয়ে যাবে। এগিয়ে-পিছিয়ের প্রবণতায় পা দেবেন না। তৃণমূল কংগ্রেসই শেষ পর্যন্ত জিতবে। দুটি বিধানসভার ফল দেখে বিভ্রান্ত হবেন না। মানুষ আমাদের ভোট দিয়েছেন। বিশ্বাস রাখুন। মানুষ জেতাবেন তৃণমূল কংগ্রেসকেই।