প্রতিবেদন : তৃণমূল ছাত্র পরিষদের মঞ্চ থেকে বুধবার তৃণমূল নেত্রীর (Mamata Banerjee) স্পষ্ট নির্দেশ, দলের সর্বস্তরের নেতৃত্বকে সমাজমাধ্যমে আরও সক্রিয় হতে হবে। ফেক ভিডিও যারা করছে তাদের মুখোশ টেনে খুলে দিতে হবে। কোনওরকম রাখঢাক না করেই নেত্রী বলেন, দল করলে এই লড়াইও করতে হবে। কাউন্সিলর থেকে সাংসদ, সকলকে একযোগে এই লড়াই করতে হবে। প্রয়োজনে পুলিশকে অভিযোগ জানাতে হবে। সাইবার ক্রাইমে অভিযোগ করতে হবে। প্রয়োজনে ইমেলেও অভিযোগ জানানো যেতে পারে। দলীয় নেতৃত্বকে উদ্দেশ্য করে বলেন, পার্টি যখন করছেন তখন এটাও করতে হবে। ছাত্রনেতা থেকে সিনিয়র নেতৃত্ব— সকলকে সোশ্যাল মিডিয়ায় সক্রিয় হয়ে এই কুৎসা অপপ্রচারের বিরুদ্ধে পাল্টা জনমত গড়ে তুলতে হবে।
আরও পড়ুন-আমি ব্যবস্থা নিলে ডাক্তারদের ভবিষ্যৎ নষ্ট হতে পারে : মুখ্যমন্ত্রী