বিরোধী দলনেতাকে এবার হাজিরা দিতে হবে আদালতে

Must read

প্রতিবেদন : কুণাল ঘোষের করা মামলায় আদালতে সশরীরে হাজির হতে হবে রাজ্যের বিরোধী দলনেতাকে। আগামী ২০ মে শুভেন্দু অধিকারীকে আদালতে হাজিরার নির্দেশ দিয়ে পাঠানো হচ্ছে সমন। তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক তথা দলের মুখপাত্র কুণাল ঘোষের (Kunal Ghosh) বিরুদ্ধে রুচিহীন মন্তব্য করেছিলেন বিরোধী দলনেতা। এরই বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হন কুণাল। তাঁর আইনজীবী অয়ন চক্রবর্তী কলকাতার মুখ্য বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেটের আদালতে বিরোধী দলনেতার বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করেন। কুণাল ঘোষ (Kunal Ghosh) জানিয়েছেন, ‘‘শুভেন্দু অধিকারী কুরুচিকর আক্রমণ করে আমাকে বলেছেন, আমার বাবা আমাকে ত্যাজ্যপুত্র করেছিলেন। এর বিরুদ্ধেই আমি মামলা করি।’’ সোমবার বিচারভবনে ১৯ নম্বর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের এজলাসে এই মামলার শুনানি ছিল। কুণাল ঘোষ এবং আরও সাক্ষীর সাক্ষ্যদানের সঙ্গে চলে সওয়াল-জবাব। বিষয়টিকে বিচারযোগ্য অপরাধ বলে গ্রহণ করে আদালত। ২০ মে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে আদালতে হাজিরার নির্দেশ দেওয়া হয়।

Latest article