প্রতিবেদন: ন্যায় সংহিতা বিল আনাটাই অন্যায় ছিল। এতে সাংবাদিক, চিকিৎসকরা বিপদে পড়তে পারেন। শনিবার এই নয়া আইন নিয়ে আশঙ্কা প্রকাশ করলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একইসঙ্গে নিট এবং এই আইন নিয়ে বিধানসভায় তৃণমূল সরব হবে বলেও জানান তিনি। দেশকে জরুরি অবস্থার দিকে ঠেলে দিয়ে ক্রিমিনাল ল পাশ করেছে বিজেপি সরকার।
আরও পড়ুন-তিস্তার জল নামতেই বোল্ডার ফেলে বাঁধ তৈরির কাজ শুরু
এদিন মুখ্যমন্ত্রী বলেন, ন্যায় সংহিতা জানি না কী আইন। চিকিৎসক, সাংবাদিকরা খুব ভয়ে আছে। এই বিল আনাটাই অন্যায় ছিল। বিরোধী সাংসদদের সাসপেন্ড করে বিলটি পাশ করানো হয়। পুলিশ, আইনজীবীরাও জানেন না, নতুন আইনটা কী। এটি সঠিকভাবে প্রশাসন চালাতে সমস্যা করবে। এই বিলের কারণে তাঁদের স্বাধীনতা বিপন্ন। কোনও প্রমাণ ছাড়াই যে কেউ এই বিলের শিকার হতে পারেন। আমাদেরও নিট ও ন্যায় সংহিতা বিলের বিরুদ্ধে বিধানসভা অধিবেশনে বিতর্ক হবে। মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেন, এটা নিয়ে পর্যালোচনা করার জন্য তাদের আবেদন করছি। ক্রিমিনাল ল খুব গুরুত্বপূর্ণ। এমনকী পুলিশ, আইনজীবীরাও জানেন না কোন আইনের পরিবর্তন হল। আমাদের এই বিল সম্পর্কে কিছু জানার সুযোগ না দিয়েই এই বিল পাশ করা হল। এরপরেই জানতে চাওয়া হয়, অন্য রাজ্য এই ন্যায় সংহিতা নিয়ে নিন্দা প্রস্তাব আনছে সেক্ষেত্রে এই রাজ্য কী করবে? জবাবে মুখ্যমন্ত্রী জানান, আমরাও নিট ও ভারতীয় ন্যায় সংহিতা বিলের বিরুদ্ধে প্রস্তাব পাশ করব। আমাদের বিধানসভার অধিবেশন শুরু হলেই আমরা এটা করব।