প্রতিবেদন : এবারের একুশের মঞ্চে অন্যতম চমক ছিলেন ঝাড়গ্রাম জেলার নয়াগ্রামের বিধায়ক দুলাল মুর্মু। নিজের মাটির ভাষা সাঁওতালিতে ভাষণ দিয়ে চমক দেন তিনি। তিনি বলেন, আজকের জঙ্গলমহল শান্ত হয়েছে। সেখানে আর বারুদের গন্ধ, গুলির আওয়াজ শোনা যায় না। এটা কেবল মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্যই সম্ভব হয়েছে। জঙ্গলমহলের কোনও মায়ের কোল আর শূন্য হবে না। মমতা বন্দ্যোপাধ্যায় নিজের আঁচল দিয়ে তাঁদের চোখের জল মুছিয়ে দিয়েছেন। মুছিয়ে দিয়েছেন রক্ত। এটাই হচ্ছেন আমাদের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় গুলির সামনে দাঁড়িয়ে জঙ্গলমহলে শান্তি ফিরিয়েছেন।
আরও পড়ুন-লক্ষাধিক মানুষের ভিড় সামলেও সচল কলকাতা
তারপরই বিজেপিকে তীব্র আক্রমণ করে তিনি বলেন, এই বিজেপির আমলে দেশ স্বাধীন থেকে ফের পরাধীন হতে চলেছে। এরা আদিবাসী, তফসিলিদের কোনও সম্মান করে না। এই নির্বাচনে দেশের মানুষ সেটা বিজেপিকে বুঝিয়ে দিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় ৩৪ বছরের জগদ্দল পাথরকে উপরে ফেলেছিলেন। তিনি পারেন এবার বিজেপিকে ছুঁড়ে ফেলে দিতে। খালি সময়ের অপেক্ষা। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, অভিষেক বন্দ্যোপাধ্যায় সেনাপতিত্বে তৃণমূল কংগ্রেস এই কাজ করে দেখাবে।