সর্বস্তরের নেতা-কর্মীদের সঙ্গে কথা বলা শুরু নেতৃত্বের, জেলায় জেলায় কমিটি তৈরির প্রস্তুতি

ভুয়ো ভোটার তালিকা সংশোধনীর কাজে রবিবার সকাল থেকেই জেলায় জেলায় নিজেদের মধ্যে আলোচনা শুরু করে দিয়েছেন নেতা-নেত্রীরা

Must read

প্রতিবেদন : ভার্চুয়াল বৈঠকের ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই তৎপরতা শুরু দলীয় নেতৃত্বের। ভুয়ো ভোটার তালিকা সংশোধনীর কাজে রবিবার সকাল থেকেই জেলায় জেলায় নিজেদের মধ্যে আলোচনা শুরু করে দিয়েছেন নেতা-নেত্রীরা। যেসব জায়গায় জেলা কমিটি প্রায় চূড়ান্ত হয়ে গিয়েছে, সেগুলোকে আর একবার ঝালিয়ে নেওয়া, অঞ্চল কমিটি-বুথ কমিটি তৈরি করা নিয়ে ঘরোয়া আলোচনাও সেরে ফেলছে নেতৃত্ব। বিশেষ করে যেসব জায়গায় বিএলএ-২ নেই, সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় শনিবারের বৈঠকে যেভাবে নির্দেশ দিয়েছেন সেভাবে বিএলএ ১-এর প্রস্তাব নেওয়ার জন্য আলোচনা শুরু হয়েছে। দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ও রাজ্য সভাপতি সুব্রত বক্সি নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুমতিক্রমে যেসব নির্দেশ কার্যকর করতে বলেছেন, তা দ্রুত বাস্তবায়িত করতে তৎপর হয়েছেন সর্বস্তরের নেতা-নেত্রীরা।

আরও পড়ুন-বাংলার মুখ্যমন্ত্রীর প্রকল্পই মডেল, তবু কেন্দ্রীয় বঞ্চনা, রাজ্যের টাকায় চলছে ‘জলস্বপ্ন’

বিশেষ করে বৈঠক থেকে যেসব জেলা এবং বুথ ধরে অভিষেক বন্দ্যোপাধ্যায় দলের ফলাফল নিয়ে কড়া বার্তা দিয়েছেন, সেইসব অঞ্চলের তৃণমূল নেতৃত্ব নিজেদের মধ্যে রবিবার সকাল থেকেই আলোচনা শুরু করে দিয়েছেন। রানাঘাট সাংগঠনিক জেলা, মালদহ, উত্তর দিনাজপুর, আসানসোলের দু-একটি জায়গা, আলিপুরদুয়ার— এইসব জেলা-সহ যেসব জায়গায় বা বুথে ৫০টির বেশি ভোটে দল হেরেছে সেখানে পরিস্থিতি খতিয়ে দেখতে ইতিমধ্যে কাজ শুরু হয়েছে। ওই বুথগুলিতে কীভাবে ভোটারদের ফেরানো যায়, তার পর্যালোচনা করতে দ্রুত মিটিং ডাকার প্রস্তুতি নেওয়া হচ্ছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশমতো যেহেতু অঞ্চল সভাপতিরা শনিবারের ভার্চুয়াল বৈঠকে ছিলেন না, ওই বৈঠকের নির্যাস এবং নির্দেশাবলি তাদের পুঙ্খানুপুঙ্খভাবে বুঝিয়ে দেওয়ার কাজ শুরু করেছেন দলীয় নেতৃত্ব। শনিবারের বৈঠক থেকে একেবারে দিন নির্দিষ্ট করে দেওয়া হয়েছে কমিটি গঠনের জন্য। দলীয় নির্দেশ, রবিবার থেকেই কমিটি গঠনের কাজ শুরু করে দিতে হবে। সেই অনুযায়ী কাজ শুরু হয়ে গিয়েছে।

আরও পড়ুন- ফুরফুরায় শুরু তৎপরতা, কাল ইফতারে মুখ্যমন্ত্রী

আগামী ১৬ এপ্রিল থেকে রাজ্যের সর্বত্র ভোটার তালিকা হাতে আরও জোরালোভাবে চেক করতে এবং পরিচ্ছন্ন ভোটার তালিকা তৈরি করতে মাঠে থাকবে তৃণমূল কংগ্রেসের নেতা-কর্মীরা। সেইসঙ্গে প্রতিটি বিধানসভায় হবে প্রশিক্ষণ শিবিরও।
২৭ ফেব্রুয়ারি নেতাজি ইনডোর স্টেডিয়ামে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভুয়ো ভোটার নিয়ে বিজেপির কারচুপি ও ষড়যন্ত্র ফাঁস করে দেওয়ার পর থেকেই মাঠে রয়েছেন তৃণমূলের নেতা-কর্মীরা। এবার দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় একেবারে টেকনিক্যালি দলকে বুঝিয়ে দিয়েছেন এই তালিকা সংশোধনে কী করণীয়। বিইআরএস (ব্লক ইলেক্টোরাল রোল সুপারভাইজার) ও টিইআরএস (টাউন ইলেক্টোরাল রোল সুপারভাইজার) নামের দুটি নতুন সাংগঠনিক পদ তৈরি করে দিয়েছে দল। এর সঙ্গে থাকবে পিইআরএস (পঞ্চায়েত ইলেক্টোরাল রোল সুপারভাইজার) এবং ডব্লিউইআরএস (ওয়ার্ড ইলেক্টোরাল রুল সুপারভাইজার)। এরা নিরবচ্ছিন্নভাবে সারা বছর ধরে ভোটার তালিকা সংশোধনের কাজের সঙ্গে যুক্ত থাকবে। কোথাও কোনও সন্দেহজনক কিছু মনে হলে সঙ্গে সঙ্গে প্রশাসনিকভাবে তার ব্যবস্থা নেওয়ার জন্য পদক্ষেপ করবে। দলের এই নিয়মাবলি মেনেই কোচবিহার থেকে কাকদ্বীপ সাংগঠনিক নেতৃত্ব ঝাঁপিয়ে পড়েছেন ভোটার তালিকা সংশোধনের জন্য দলের দেখানো পথেই।

Latest article