প্রেসিডেন্সিতে অশান্তি করছে বামেরা

এই ন্যাক্কারজনক ঘটনাকে আমি তীব্র ভাষায় ধিক্কার জানাচ্ছি। কোনও ছাত্র সংগঠনেরই অন্য কোনও ছাত্র সংগঠনের পতাকা পোড়ানো উচিত নয়।

Must read

প্রতিবেদন : তৃণমূল ছাত্র পরিষদের পতাকা পোড়ানোকে কেন্দ্র করে গত কয়েকদিন ধরে উত্তপ্ত হয়ে রয়েছে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় চত্বর। একই সঙ্গে বামপন্থী ছাত্র সংগঠনের হাতে হেনস্তার শিকার হয়েছেন টিএমসিপি সদস্য সমর্থকরা। বিশ্ববিদ্যালয়ের টিএমসিপি নেতৃত্বকে কুরুচিকর ভাষায় তীব্র আক্রমণও করা হয়, দেওয়া হয়েছে হুমকিও। এই পরিস্থিতিতে গোটা ঘটনার তীব্র নিন্দা করলেন টিএমসিপির রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য। সোমবার টুইটারে তিনি লেখেন, সম্প্রতি প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের ভিতর টিএমসিপির পতাকা পুড়িয়েছে এসএফআই কর্মীরা।

আরও পড়ুন-প্রস্তুতি শুরু বিরাটের, ফিট রাহুলই নেতা জিম্বাবোয়েতে

এই ন্যাক্কারজনক ঘটনাকে আমি তীব্র ভাষায় ধিক্কার জানাচ্ছি। কোনও ছাত্র সংগঠনেরই অন্য কোনও ছাত্র সংগঠনের পতাকা পোড়ানো উচিত নয়। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা। সবারই রাজনৈতিক লড়াইয়ের শিষ্টাচার বজায় রাখা উচিত। একই সঙ্গে তিনি আশা প্রকাশ করেছেন যে আগামী দিনে রাজনৈতিক লড়াইয়ের ময়দানে একে অন্যের মতাদর্শকে সম্মান জানাবে। সেই সঙ্গে কোনও শিক্ষা প্রতিষ্ঠানেই শিক্ষার পরিপন্থী কোনও ঘটনা ঘটবে না বলেও তিনি আশা প্রকাশ করেছেন। তিনি গোটা ঘটনার নিন্দা করে শিক্ষার পরিবেশ বজায় রাখার আবেদন জানিয়েছেন। আগামী ২৮ অগাস্ট টিএমসিপির প্রতিষ্ঠা দিবস।

আরও পড়ুন-ইডেনে বসে ঘোষণা নাইটদের সহকারী কোচের, বাংলার ক্রিকেটার নিয়ে আলাদা করে ভাবি না

এই উপলক্ষে ২৯ অগাস্ট প্রকাশ্য সভায় বক্তব্য পেশ করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সভাকে সর্বতোভাবে সফল করার লক্ষ্যে এখন রাজ্যব্যাপী জোরকদমে প্রচার চালাচ্ছে টিএমসিপির সদস্য, সমর্থকরা। সোশ্যাল মিডিয়ায় শুরু হয়ে গিয়েছে প্রচার। অনুষ্ঠানে থাকছে একাধিক চমক।

Latest article