প্রতিবেদন : মুখোশ খুলে গেল সিপিএমের। আরজি কর ইস্যুতে যা ছিল কিছুটা আড়ালে বিধানসভা উপনির্বাচনে তা প্রকাশ্যে এসে গেল। আরজি কর আন্দোলনে সিপিআইএম (লিবারেশন)-এর মতো অতিবাম সংগঠন সিপিএমের সঙ্গে হাত মিলিয়েছিল। তারই পুরস্কার হিসেবে উপনির্বাচনে নৈহাটি আসনটি সিপিএম ছেড়ে দিল তাদের। পরিষ্কার হয়ে গেল অশুভ আঁতাত। কিন্তু লিবারেশনকে আসন ছাড়া নিয়ে দলের মধ্যেই তীব্র দ্বন্দ্ব। রীতিমতো সিপিএম রাজ্য সম্পাদকের বিরুদ্ধে খড়্গহস্ত দলের সিনিয়র নেতৃত্ব।
আরও পড়ুন-দিনের কবিতা
অন্যদিকে সেলিম গোষ্ঠীর বক্তব্য, এমনিতেই এই আসনগুলিতে সিপিএম তৃতীয় কিংবা চতুর্থ স্থান পাবে। একটি আসন অন্যদের দিয়ে যদি নিজেদের লজ্জা একটু কম করা যায়। শুধু তাই নয়, হাড়োয়া আসনটিও আইএসএফ-কে ছেড়ে দিয়েছে। এবং এই পরিস্থিতির মাঝে পরিষ্কার হয়ে গিয়েছে কংগ্রেস আর সিপিএমের সখ্য আপাতত ভেঙে চূড়মার। তবে মরিয়া হয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি নাকি চেষ্টা করেছিলেন সিপিএম রাজ্য সম্পাদকের সঙ্গে যোগাযোগ করার। তিনি ফোন না ধরে কেটে দিয়েছেন বলে খবর। অন্দরমহলের রিপোর্ট বলছে, সিপিএম আসলে লিবারেশনকে পেয়ে কংগ্রেসকে বুড়ো আঙুল দেখাচ্ছে। তবে দুই সিবিরকেই বিশ্বাস নেই। তার কারণ, শূন্য থেকে মহাশূন্যে চলে যাওয়া দুটি দলই ডিগবাজি খেতে ওস্তাদ।