টক টু মেয়রে ফোন করতেই জ্বলল আলো

Must read

প্রতিবেদন : ফের সামনে এল কলকাতা পুরসভার তৎপরতা! ‘টক টু মেয়র’-এ (Talk To Mayor) অভিযোগ জানানোর সঙ্গে সঙ্গেই সমাধান করলেন মেয়র ফিরহাদ হাকিম। শুক্রবার ১২৭ নং ওয়ার্ডের বাসিন্দা বাণীব্রত প্রধান তাঁর বাড়ির সামনের বাতিস্তম্ভ নিয়ে অভিযোগে বলেন, একমাস ধরে বন্ধ ল্যাম্পপোস্টের আলো। অভিযোগ পেয়েই সংশ্লিষ্ট বিভাগকে সমাধানের নির্দেশ দেন মেয়র। স্থানীয় বরোর কর্মীরা দ্রুত ল্যাম্পপোস্টে আলোর ব্যবস্থা করেন। টক টু মেয়র (Talk To Mayor) শেষের আগেই বাতিস্তম্ভে আলো জ্বলে গিয়েছে।

আরও পড়ুন- নিকাশি নালা ভরাট রুখলেন তৃণমূল কর্মীরা

Latest article