মার্শকে বিদায় জানিয়ে চলে গেলেন জাদুকরও

কয়েক কয়েক ঘণ্টার মধ্যে হয়ে গেলেন শোকবার্তার শিরোনাম! ধারণা করা হচ্ছে, হৃদরোগে আক্রান্ত হয়েই প্রয়াত হয়েছেন লেগ স্পিনের জাদুকর। ­­কতই বা বয়স হয়েছিল তাঁর।

Must read

মেলবোর্ন, ৪ মার্চ : জীবন বড় নিষ্ঠুর! আর, এটাই জীবন। মৃত্যুর কয়েক ঘণ্টা আগেও এক ট্যুইটে যিনি অস্ট্রেলিয়ান ক্রিকেটের আর এক কিংবদন্তি রডনি মার্শের মৃত্যুতে শোক জানিয়েছিলেন, তিনি নিজেই তার কয়েক কয়েক ঘণ্টার মধ্যে হয়ে গেলেন শোকবার্তার শিরোনাম! ধারণা করা হচ্ছে, হৃদরোগে আক্রান্ত হয়েই প্রয়াত হয়েছেন লেগ স্পিনের জাদুকর। ­­কতই বা বয়স হয়েছিল তাঁর।

আরও পড়ুন-ওয়ার্ন নেই, আরও অনেক দেওয়ার ছিল

গত সেপ্টেম্বরে ৫২তম জন্মদিন পালন করেছিলেন। কত পরিকল্পনা ছিল তাঁর। এই তো, দুদিন আগেও ট্যুইট করে জানিয়েছিলেন, নতুন ফিটনেস প্রোগ্রাম হাতে নিয়েছেন, জুলাইয়ের মধ্যে শরীরের মেদ ঝরিয়ে ঝরঝরে হতে চান। কোচিংয়ে ফিরতে চান। ইংল্যান্ডের কোচ হওয়ার ইচ্ছাপ্রকাশও করেছিলেন। কিন্তু মৃত্যু তো কালের নিয়মে বাঁধা। ওয়ার্নের শারীরিক কোনও অসুস্থতা বা অস্বস্তির খবরও পাওয়া যায়নি।

আরও পড়ুন-প্রয়াত কিংবদন্তি স্পিনার শেন ওয়ার্ন

বরং নিজের কয়েক বছর আগের মেদহীন শরীরের একটা ছবি পোস্ট করে কয়েক দিন আগেই সোশ্যাল মিডিয়ায় লিখেছিলেন, ‘‘মেদ ঝরানোর মিশন শুরু হল। লক্ষ্য, জুলাইয়ের মধ্যে কয়েক বছর আগের এই অবস্থায় ফিরে যাওয়া। দেখা যাক।’’ কখনও ইউক্রেনের যুদ্ধ নিয়ে হতাশা প্রকাশ করেছেন, তো কখনও হার্ট অ্যাটাক হয়ে হাসপাতালে ভর্তি রডনি মার্শকে নিয়ে দুশ্চিন্তা ফুটে উঠেছে। মার্শের মৃত্যুর পর শোকার্ত ওয়ার্ন জানান, ‘‘রড মার্শের মৃত্যুর খবরে আমি শোকাহত। কত শিখেছি ওঁর কাছ থেকে।’’ কয়েক ঘণ্টা পর সেই ওয়ার্নই আর নেই। মার্শের যাত্রাসঙ্গী হওয়ার বুঝি খুব তাড়া ছিল তাঁর।

Latest article